E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুর সদরে ধুম্রজালে ধানের শীষ

২০১৮ ডিসেম্বর ২১ ১২:৩৩:৩২
দিনাজপুর সদরে ধুম্রজালে ধানের শীষ

শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুর-৩ সদর আসনে এখন ঐক্য ফ্রন্ট বিএনপি’র ধানের শীষ প্রতীক শূণ্য রয়েছে। তা থাকবে কি না তা নিয়েও ধুম্রজাল সৃষ্টি হয়েছে। আগামী ২৪ ডিসেম্বর সোমবারেই তা চূড়ান্ত হবে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।

তবে ধানের শীষ প্রতীকে প্রার্থী হয়ে সৈয়দ জাহাঙ্গীর আলম তামাশা করছে বলে অভিযোগ করছে ধানের শীর্ষ প্রতীকের ভোটার, সমর্থক ও নেতা-কর্মীরা। তারা বলছে,যদি সংসদ নির্বাচনই করবে,তবে কেনো তিনি দিনাজপুর পৌরসভার মেয়রের দায়িত্ব থেকে ইস্তফা দিচ্ছেন না ! ভোটাধিকার থেকে কেনো বঞ্চিত করছেন ধানের শীষ প্রতীকের ভোটারদের! তিনি তাহলে কিসের লোভে প্রার্থী হলেন ? এমনি প্রশ্নের তীর ছুঁড়ছেন কেউ কেউ।

একাদশ নির্বাচনে দিনাজপুর-৩ সদর আসনে ধানের শীষ প্রতীক আসলে থাকবে কি না তা নিয়ে চরম হতাশা ও উদ্বেগ-উৎকন্ঠ দেখা দিয়েছে ধানের শীর্ষ প্রতীকের ভোটার, সমর্থক ও নেতা-কর্মীদের মধ্যে।১৮ ডিসেম্বর মঙ্গলবার হাইকোর্টের এক রায়ে সৈয়দ জাহাঙ্গীর আলমের প্রার্থীরা বাতিল হয়। বর্তমানে প্রার্থীতা ফিরে পেতে হাইকোর্টের আপিলের জন্য ঢাকায় অবস্থান করছেন, সৌয়দ জাহাঙ্গীর আলম। অন্যদিকে দিনাজপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালও হাইকোর্টের আপিলের জন্য ঢাকায় অবস্থান করছেন দিনাজপুর-৩ সদর আসনে তার ধানের শীর্ষ প্রতীক ফিরে পেতে।

দিনাজপুর পৌর মেয়র পদ থেকে পদত্যাগ না করে দিনাজপুর-৩ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়রপত্র দাখিল করেন সৈয়দ সৈয়দ জাহাঙ্গীর। কিন্তু রিটার্নিং অফিসার তার মনোনয়নপত্র বাতিল করে দেন। ইসি ওই সিদ্ধান্ত বহাল রাখেন। পরে রিট করলে ৯ ডিসেম্বর বিকেলে হাইকোর্ট মনোনয়নপত্র গ্রহণ করে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে নির্দেশ দেন।

অন্যদিকে ধানের শীষ প্রতীকে ঐক্য ফ্রন্টের প্রার্থী হিসেবে দিনাজপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল মনোনয়নপত্র দাখিল কেেরন জেলা রিটার্নিং অফিসারের কাছে। তার মনোনয়নপত্র বৈধ হয়। তিনি নির্বাচনী প্রচারণাও করেন। কিন্তু,৯ ডিসেম্বর বিকেলে হাইকোর্ট সৈয়দ জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র গ্রহণ করে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে নির্দেশ দেয়ায় কেন্দ্রীয়ভাবে ঐক্য ফ্রন্টের প্রার্থী হিসেবে বিএনপি’র হাই কমান্ড কাকতালীয়ভাবে জাহাঙ্গীর আলমকেই চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা দেয়। এতে বাতিল হয়ে যায় দিনাজপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল মনোনয়নপত্র।

মনোনয়ন বঞ্চিত দুলাল কিছুটা হতাশ হয়ে পরলেও পরে তিনি দলীয় প্রার্থী জাহাঙ্গীরের পক্ষে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা চালাতে থাকে। কিন্তু পৌর মেয়র পদ ইস্তেফা না দিয়ে নির্বাচনে অংশ নেয়ায় হঠাৎ ১৮ ডিসেম্বর হাইকোর্টের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ ‘নো অর্ডার’ আদেশ দেন।এতে সৈয়দ জাহাঙ্গীর আলমের প্রার্থীরা বাতিল হয়ে যায়।

সৈয়দ জাহাঙ্গীর আলম বলছেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তার প্রতি অবিচার করা হচ্ছে বলে তার অভিযোগ । তিনি জানান, আরো বেশ কয়েকজন পৌর মেয়র স্বপদে বহাল থেকে নির্বাচনে অংশ নিয়েছেন। কিন্তু তিনি কেনো পারবেন না তা প্রশ্ন রেখেছেন। এ কারলে তিনি আপিল করবেন বলে জানিয়েছেন। আগামী সোমবার হাইকোর্টের আপিল বিভাগ এ বিষয়ে রায় দিবেন বলে জানিয়েছেন তিনি।

অন্যদিকে দিনাজপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালও হাইকোর্টের আপিলের জন্য ঢাকায় অবস্থান করছেন দিনাজপুর-৩ সদর আসনে তার ধানের শীর্ষ প্রতীক ফিরে পেতে। আগামী সোমবার হাইকোর্টের আপিল বিভাগ তার বিষয়টি জানাবেন বলে জানিয়েছে তার ঘনিষ্টজনেরা।

ধানের শীষ প্রতীকের ভোটার, সমর্থক ও নেতা-কর্মীদের দাবী এ আসনে ধানের শীর্ষের ব্যাংক ভোট রয়েছে। এ আসনে ধানের শীষের ব্যাংক ভোট থাকার কারণেই সৈয়দ জাহাঙ্গীর আলম পৌর নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে আওয়ামীলীগের প্রার্থী মরহুম আনোয়ারুল ইসলামকে হারিয়ে পৌর মেয়র নির্বাচিত হয়েছেন। যে কারণে বহিরাগত হয়েও জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাপা’র সভাপতি মরহুম শফিউল আলম প্রধান এ আসন থেকে ধানের শীষ প্রতীক ২০০৮ সালে ৯ম জাতীয় সংসদ নির্বাচনে এক লাখ সাত হাজার তিন’শ তিপ্পান্ন ভোট পেয়েছিলেন। আর বিজয়ী প্রার্থী ইকবালুর রহিম পেয়েছিলেন, এক লাখ চল্লিশ হাজার নয়’শ চৌত্রিশ ভোট। অথচ মরহুম শফিউল আলম প্রধান ২০০১ সালে ৮ম জাতীয় সংসদ নির্বাচনে তার নিজ এলাকা পঞ্চগড়ে প্রতিদ্বতা করে দিনাজপুর সদরে প্রাপ্ত ভোটের এক তৃত্বীয়াশ ভোট সংগ্রহ করতে পারেনি।

ক্ষমতাশীন আওয়ামীলীগের এ আসনে বর্তমান এমপি হেভিওয়েট প্রার্থী হুইপ ইকবালুর রহিম। সে তুলনায় সৈয়দ জাহাঙ্গীর আলম কিছু নয় বলে দাবী খোদ বিএনপি’র কিছু নেতা-কর্মী’র। কিন্তু জাহাঙ্গীর নয়, ধানের শীর্ষ প্রতীক মূখ্য বিষয় বলে দাবী তাদের।

(এসএএস/এসপি/ডিসেম্বর ২১, ২০১৮)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test