E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাপাসিয়ায় আ.লীগের প্রার্থী রিমির পক্ষে সংবাদ সম্মেলন

২০১৮ ডিসেম্বর ২১ ১৯:২৬:০১
কাপাসিয়ায় আ.লীগের প্রার্থী রিমির পক্ষে সংবাদ সম্মেলন

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুর-৪, কাপাসিয়া আসনে আওয়ামীলীগ দলীয় প্রার্থী সিমিন হোসেন রিমি’র পক্ষে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ্ সকালে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলণ করেছে। 

স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে সকাল ১১টার দিকে মুহম্মদ শহীদুল্লাহ্ লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, ‘সিমিন হোসেন রিমি’র প্রতি জনগনের ভালোবাসা ও গণজোয়ারকে ভয় পেয়ে প্রতিপক্ষ বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পায়তারা করছে। প্রতিহিংসা পরায়ন হয়ে ১১ ডিসেম্বর মেডিকেল মোড়ে, ১৩ ডিসেম্বর দূর্গাপুর ইউনিয়নের ফুলবাড়িয়াতে, ১৪ ডিসেম্বর একটি পথসভা ও গণসংযোগে বাধা সৃষ্টি করার জন্য হামলা ও ককটেল বিস্ফোরণ ঘটায়। থানা পুলিশ ও রির্টানিং অফিসারের নিকট অভিযোগের প্রেক্ষিতে পুলিশ কিছু কিছু বিষয়ে ব্যবস্থা নিয়েছে। বিএনপি নেতা-কর্মীদের অপকর্মের জন্য এলাকায় জনসম্মূখে আসতে তারা সাহস পাচ্ছে না’। বিএনপি কোথাও বাধার সম্মূখিন হচ্ছেনা বলে দাবী করেন।

তিনি আরো বলেন, ‘কাপাসিয়ার আড়াল বাজারে একটি বিচ্ছিন্ন দুঃখ জনক ঘটনার কথা আমরা শুনেছি। তবে যতদূর জানতে পেরেছি এটা তাদের দলীয় কোন্দলের বহিঃপ্রকাশ’।

পরে বিএনপি প্রার্থী শাহ্ রিয়াজুল হান্নানের উপর হামলা ও গায়েবী মামলার ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ‘পুলিশই তা ভালো বলতে পারবে। সারাদেশে কি হচ্ছে সেটা আমাদের বিবেচ্য বিষয় নয়। আওয়ামীলীগ কাপাসিয়াতে সহাবস্থানে আছে এবং থাকতে চায়। আমরা শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করতে চাই’। আওয়ামীলীগের কর্মীদের দ্বারা কোথাও কেউ বাধাগ্রস্থ হলে সংগঠন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে বলে জানান।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আব্দুল কবির মাষ্টার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, প্রচার সম্পাদক আমীর হোসেন, মহিলা আওয়ামীলীগ নেত্রী কামরুন নাহার রীনা প্রমুখ।

(এসকেডি/এসপি/ডিসেম্বর ২১, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test