E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

‘দুই জোটেই রয়েছে রাজাকার ও স্বৈরাচার’ 

২০১৮ ডিসেম্বর ২২ ১৬:১২:২০
‘দুই জোটেই রয়েছে রাজাকার ও স্বৈরাচার’ 

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি ও বাম গণতান্ত্রিক জোটের অন্যতম নেতা মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, নৌকা ও ধানের শীষ দুই জোটেই রয়েছে রাজাকার ও স্বৈরাচার। এখান থেকে বের হতে হলে বামপন্থী কাস্তে প্রতীকের দিকে আসতে হবে। আমরা দেশে উন্নয়ন চাই, সেটা হবে টেকসই উন্নয়ন। কিন্তু উন্নয়নের নামে লুটপাট হতে দিবো না। আমরা যদি নির্বাচিত হই তাহলে দেশে শেখ হাসিনার চাইতে বেশি উন্নয়ন করবো।

শুক্রবার বিকালে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের শ্যামগঞ্জ বাজারে ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে বামগণতান্ত্রিক জোট প্রার্থী হারুন আল বারীর কাস্তে প্রতীকের নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।

পথসভায় তিনি আরো বলেন, নির্বাচনে দুটি পক্ষ রয়েছে। বাম জোট শতকরা ৯৯ ভাগ মানুষের স্বার্থে কাজ করে। মানুষের স্বার্থ দেখেই তারা ইশতেহার করেছে। তাই জনগণের ভাগ্য বদল করতে হলে মার্কা বদল করতে হবে। কাস্তে মার্কায় ভোট দিতে হবে। নৌকা ও ধানের শীষ দুই জোটেই রাজাকার ও স্বৈরাচার রয়েছে। এখান থেকে বের হতে হলে আমাদের বামপন্থী কাস্তে প্রতীকের দিকে আসতে হবে। আমাদের নীতি ভালো, আমাদের প্রার্থী ভালো। এসময় তিনি হারুন আল বারীকে কাস্তে প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

নির্বাচনী পরিবেশ নিয়ে বামজোট নেতা সেলিম বলেন, নির্বাচনে জেতার জন্য আওয়ামী লীগ ষড়যন্ত্র করে ইন্দ্রজালিক প্রহসনের পায়তারা করছেন। এমনভাবে কারচুপি করবে যে আপনারা বাইরে থেকে টের পাবেনা। তাই ৩০ ডিসেম্বর আপনারা সকাল সকাল ভোট কেন্দ্র গিয়ে ভোট প্রদান করবেন। আপনারা যদি দল বেধে ভোট কেন্দ্রে যান তাহলে কোনো ষড়যন্ত্রই সফল হবেনা।

পথসভায় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য মনিরা বেগম অনু, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক শেখ বাহার মজুমদার, জেলা কৃষক সমিতির সভাপতি আবুল হাসেম, জেলা ছাত্র ইউয়িনের সাধারণ সম্পাদক আসজাদুল বোরহান তাসিন, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান শুভ, সাবেক সভাপতি আলআমিন আহমেদ জুন, উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক হারুন আল বারী, শ্যামগঞ্জ শাখা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোঃ শহীদুল্লাহ, উপজেলা উদীচীর সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আলী আশরাফ আবীর প্রমুখ।

(এসআইএম/এসপি/ডিসেম্বর ২২, ২০১৮)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test