E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাল উঠেছে নৌকার, মাঠে নেই ঐক্যফ্রন্ট-স্বতন্ত্র

২০১৮ ডিসেম্বর ২২ ১৮:০১:৪৬
পাল উঠেছে নৌকার, মাঠে নেই ঐক্যফ্রন্ট-স্বতন্ত্র

রঞ্জন কৃষ্ণ পন্ডিত, টাঙ্গাইল : টাঙ্গাইল-৪(কালিহাতী) সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী আসন্ন নির্বাচনে মাঠে না থাকায় নৌকার পাল উঠেছে। ফলে ট্রাক প্রতীকের ধ্বস নামছে। আর ঐক্যফ্রণ্টের ধানের শীষ কৃষক শ্রমিক জনতালীগের গন্ডিতে আবদ্ধ হয়ে পড়েছে।

সরেজমিনে দেখা গেছে, গত ১৬ ডিসেম্বর(রোববার) নির্বাচনী প্রচারনাকালে কালিহাতীর গোহালিয়াবাড়ি ইউনিয়নের সরাতৈল-বল্লভবাড়ি এলাকায় লতিফ সিদ্দিকীর গাড়ি বহরে সরকার দলীয় নৌকার প্রার্থীর কর্মী-সমর্থকরা হামলার পর তিন দফা দাবিতে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে অনশন করায় ট্রাক প্রতীকের জনপ্রিয়তা আরো বেড়ে যায়।

টানা তিন দিন আমরণ অনশনে আবদুল লতিফ সিদ্দিকী অসুস্থ হয়ে পড়লে তাকে বুধবার (১৯ ডিসেম্বর) ঢাকাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়(বিএমএসএসইউ) হাসপাতালে নেয়া হয়। তাঁর অনুপস্থিতিতে এলাকায় থমথমে অবস্থার সৃষ্টি হয়। এরই মধ্যে সরকার দলীয় নৌকা প্রতীকের কর্মী-সমর্থকরা ‘লতিফ সিদ্দিকী ঢাকা চলে গেছেন, আর আসবেন না এবং তিনি নৌকার পক্ষে সমর্থন দিয়েছেন’ বলে প্রচার চালান। ওই প্রচারের সাথে লতিফ সিদ্দিকীর অনুগত চার চেয়ারম্যান সহ ৭ জনকে আওয়ামীলীগ থেকে সাময়িক বহিস্কারের চিঠি দেয়া হয়।

এতে লতিফ সিদ্দিকীর অনুগত স্থানীয় আওয়ামীলীগের নেতা-কর্মীদের মধ্যে বহিস্কার আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাধ্য হয়ে তারা একে একে সরকার দলীয় নৌকার প্রার্থী হাছান ইমাম খানের দিকে ঝুঁকে পড়ছেন, কালিহাতী উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা নৌকার পক্ষে প্রচার-প্রচারনায় যোগ দিচ্ছেন। ফলে গত দুই দিনে নৌকার পালে হাওয়া লাগতে শুরু করেছে। আকাশচুম্বী জনপ্রিয়তায় থাকা স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকীর ট্রাক প্রতীকের প্রচারনা ঝিমিয়ে পড়ছে।

এদিকে, এ আসনে জাতীয় ঐক্যফ্রণ্টের প্রার্থী কৃষক শ্রমিক জনতালীগের নেতা ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলীর ধানের শীষ প্রতীকের প্রচার-প্রচারনা চালালেও স্থানীয় বিএনপি নেতাদের মধ্যে সাড়া ফেলতে পারেনি। পোস্টারে ধানের শীষের প্রতীক থাকলেও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছবি না থাকায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রভাব পড়েছে।

এছাড়া ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলী তাঁর দল কৃষক শ্রমিক জনতালীগের নেতাকর্মীদের অলিখিত বেষ্টনী থেকে বেড়িয়ে বিএনপি নেতাকর্মীদের সাথে আতাত করতে পারেন নি। ফলে নির্বাচনী প্রচার-প্রচারনা থেকে অনেকটাই পিছিয়ে পড়েছেন তিনি। স্থানীয় এক বিএনপি নেতা নাম না জানাতে ইচ্ছুক তিনি বলেন, ইঞ্জিনিয়ার লিয়াকত আলী স্থানীয় বিএনপি’র দলীয় নেতাকর্মীদের সাথে এক টেবিলে বসতে পারেননি। এমনকি তিনি এলাকায় থাকেন না। বেশির ভাগ সময় ঢাকায় থাকেন। তাই স্থানীয় বিএনপি তার জন্য মাঠে নামেনি। অল্প সংখ্যক বিএনপির পাতি নেতাদের নিয়ে মাঠে ঘুরে বেড়াচ্ছেন তিনি।

কোকডহরা ইউনিয়নের এক নেতা জানান, বর্তমান সাংসদ হাছান ইমাম খান সোহেল হাজারী মাত্র আঠারো মাস ক্ষমতায় থেকে কালিহাতীর ব্যাপক উন্নয়ন করেছেন। তাই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে কালিহাতীবাসী নৌকার পাল তুলবে ইনশাআল্লাহ্।

দশকিয়া ইউনিয়নের স্থানীয় মেম্বার সহিদুল ইসলাম জানান, আমরাও আওয়ামীলীগ করি। নৌকা যার, আমরাও তার। অল্প সময়ে হাছান ইমাম খান সোহেল হাজারী যে উন্নয়ন করেছে কালিহাতীতে তা বিরল। আমরা শতভাগ আশা করি এবার নৌকার পাল উঠবেই।

(আরকেপি/এসপি/ডিসেম্বর ২২, ২০১৮)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test