E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নড়াইলে ভালবাসায় সিক্ত মাশরাফি, জনতার ঢল

২০১৮ ডিসেম্বর ২২ ১৮:১৯:৩৭
নড়াইলে ভালবাসায় সিক্ত মাশরাফি, জনতার ঢল

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইল-২ আসনে মহাজোটের প্রার্থী মাশরাফি বিন মোর্তজা প্রথম বারের মত নির্বাচনী এলাকায় প্রবেশ উপলক্ষে লোহাগড়া উপজেলার কালনা ফেরিঘাট থেকে নড়াইল শহর পর্যন্ত ১৮ কিলোমিটার রাস্তার দু’পাশে লাখো জনতার ঢল নামে। উপস্থিত জনতা সকাল থেকে অপেক্ষার পর তাকে ফুলেল সংবর্ধনা জানায়। 

শনিবার (২২ ডিসেম্বর) সকালে মাশরাফি বিন মোর্তজা ঢাকা থেকে সড়ক পথে রওনা হয়ে বেলা ৩ টার দিকে নৌকা মার্কার আদলে সাজানো নৌকায় মধুমতি নদী পার হয়ে নির্বাচনী এলাকায় পৌছান ।এ সময় কালনা ঘাটে সকাল থেকে অপেক্ষমান লাখো জনতা ফুল দিয়ে তাকে বরণ করে নেয় ।

এ সময় মাশরাফি সংবর্ধনায় উপস্থিত জনতার উদ্দেশ্যে সংক্ষিপ্ত পথ সভায় বলেন,আমি আপনাদের সন্তান। প্রধানমন্ত্রী আমাকে নড়াইল-লোহাগড়ার মানুষের সেবা করার জন্য নড়াইল-২ আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। তাই আগামি ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখবেন।

তিনি এর আগে ওয়ানডে ক্রিকেট খেলা ও পায়ে ইনজুরি থাকায় নড়াইল আসতে না পারার জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং তিনি বলেন, নির্বাচন পর্যন্ত আমি আপনাদের মাঝে থাকবো। এ ছাড়া প্রতিটি ইউনিয়নে ইউনিয়নে গণসংযোগে অংশ গ্রহন করবো।

তিনি কালনা ঘাট থেকে নড়াইল পর্যন্ত রাস্তার পাশে সকাল থেকে দাঁড়িয়ে থাকা জনতার উদ্দেশে অন্ততঃ দশটি পথসভায় বক্তব্য রাখেন। এ সময় নড়াইল ও লোহাগড়ার সর্বস্তরের নেতাকর্মীদের সাথে উপস্থিত ছিলেন নড়াইল জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড সুবাস চন্দ্র বোস, সাধারন সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, পৌর মেয়র জাহাঙ্গীর আলম,উপজেলা আওয়ামীলীগের সভাপতি শিকদার আব্দুল হান্নান রুনু, সাজ্জাদ হোসেন মুন্না প্রমুখ।

উল্লেখ্য, নির্বাচনী তপশীল ঘোষনার পর মাশরাফি এই প্রথম স্ব-পরিবারে তার নড়াইল-২ নির্বাচনী এলাকায় আগমন করলেন। এর আগে গত ২০ ডিসেম্বর তিনি সূধাসদন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রীর সাথে নড়াইলবাসীর সাথে শুভেচ্ছা বিনিময় করে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।

(আরএম/এসপি/ডিসেম্বর ২২, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test