E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হেভীওয়েট প্রার্থী ভূমিমন্ত্রীর স্ত্রী নির্বাচনের মাঠ চষে বেড়াচ্ছেন

২০১৮ ডিসেম্বর ২৩ ১৫:৩৬:৩৩
হেভীওয়েট প্রার্থী ভূমিমন্ত্রীর স্ত্রী নির্বাচনের মাঠ চষে বেড়াচ্ছেন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনা-৪ আসন এখন নির্বাচনী প্রচারণায় সরগরম। ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের স্ত্রী ভোর হতে রাত অবধি চষে বেড়াচ্ছেন ঈশ্বরদী ও আটঘোড়িয়া উপজেলার নির্বাচনী মাঠ। 

এ বছর মহিলা ভোটার, সনাতন ধর্মাবালম্বী ও তরুণ-তরুণী ভোটারদের কদর একটু বেশি। যে কারণে নারী ভোটারদের সাথে মিসেস্ শরীফ তীব্র শীত ও বৈরি আবহাওয়া উপেক্ষা করে ব্যাপক গণসংযোগ করছেন। এরমধ্যে প্রতিদিনই একাধিক নির্বাচনী নারী সমাবেশে তিনি নারীদের বর্তমান সরকার এবং ভূমিমন্ত্রীর উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরছেন।

আঘোড়িয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে রবিবার সকালে আয়োজিত নির্বাচনী নারী সমাবেশে ঈশ্বরদী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মিসেস্ কামরুন্নাহার শরীফ বলেন, উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশে যেমন জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই, তেমনি এই আসনেও ভুমিমন্ত্রী শরীফ সাহেবের বিকল্প নেই। তাঁরই উদ্যোগে পারমাণবিক বিদ্যুত কেন্দ্রের মাধ্যমে শুধু ঈশ্বরদী নয় সারা দেশেই বিদ্যুতের আধুনিকায়ন হবে। ঈশ্বরদীতে ইপিজেড নির্মাণ হওযায় হাজার হাজার মানুষের বিশেষ করে নারীদের বেশী কর্মসংস্থান হযেছে।

এসব কিছুর পেছনে ভুমিমন্ত্রী শরীফ সাহেবের অবদান রযেছে। ঈশ্বরদীতে অর্থনীতির ক্ষেত্রে যে পরিবর্তন হচ্ছে, এর সম্পূর্ণ কৃতিত্ব ভুমিমন্ত্রী শরীফ সাহেবের। তাঁর আন্তরিকতার কারণে মাননীয় প্রধানমন্ত্রী ঈশ্বরদীকে শুধু আধুনিক শহরে পরিণত করেনি, উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শহরে পরিণত করেছেন। তাই মাননীয় প্রধানমন্ত্রী প্রবীণ এই রাজনীতিবিদের উপর আস্থা রেখেই মনোনযন দিযেছেন। তাই এলাকার কৃতজ্ঞ মানুষ আবারো তাঁকে বিপুল ভোটে বিজযী করবে।পৌর মেয়র শহিদুল ইসলাম রতনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আব্দুল গফুর প্রমুখ।

(এসকেকে/এসপি/ডিসেম্বর ২৩, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test