E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরগুনার হাট-বাজারে বাউকূলের ছড়াছড়ি

২০১৮ ডিসেম্বর ২৩ ১৫:৫০:২৫
বরগুনার হাট-বাজারে বাউকূলের ছড়াছড়ি

অমল তালুকদার, বরগুনা : বরগুনার হাট-বাজারে মৌসুম শুরুর আগেই আগাম চাষকৃত বাউকূল পাওয়া যাচ্ছে। এই কূল (বড়ই) বিভিন্ন বয়সের মানুষদের কিনে খেতে দেখা গেছে। সম্পুর্ন কৃত্তিম উপায়ে উৎপাদিত এই বাউকূল মানবদেহের জন্য চরম ক্ষতিকর হলেও কারো বিষয়টির প্রতি কোনো ভ্রুক্ষেপ নেই।

গতকাল বরগুনার পাথরঘাটায় একটি খোলা ভ্যানের ওপরে এক বিক্রেতাকে ২ ধরনের বাউকূল বিক্রি করতে দেখাগেছে।

অভিজ্ঞ চিকিৎসকদের মতে রাসয়নিক সার কিংবা কীটনাশক ব্যবহার করে উৎপাদিত এই কূল খেলে মানবদেহে নানাপ্রকার রোগ দেখা দিতে পারে। তাছাড়া অসময়ে এই বাউকূল খেয়ে বিশেষ করে শিশুরা সর্দি-কাসি পেটের পীড়া সহ নানা ধরনের রোগ বালাইয়ে আক্রান্ত হতে পারে।

বিষয়টির প্রতি ভোক্তা অধিকার সংগঠন এবং খাদ্যনিয়ন্ত্রক কর্তৃপক্ষের আসু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন মহল।

(এটি/এসপি/ডিসেম্বর ২৩, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test