E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেরপুর জি.কে পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত

২০১৪ জুলাই ২০ ১৫:১৪:২৩
শেরপুর জি.কে পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত

শেরপুর প্রতিনিধি : শেরপুর শহরের ঐহিত্যবাহী জি.কে. পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল ১৯ জুলাই শনিবার। কিন্তু আবেদনকারী ১৬ জন প্রার্থীর মধ্যে ১৫ জনই অনুপস্থিত থাকায় কর্তৃপক্ষ শেষ পর্যন্ত ওই নিয়োগ পরীক্ষা স্থগিত করতে বাধ্য হয়েছেন।

অনুসন্ধানে জানা গেছে, আবেদনকারীদের মধ্যে সরকার দলীয় সমর্থক একজনের চাকুরী নিশ্চিত হওয়ার সংবাদ চাউর হয়ে গেলে ১৫ প্রার্থী লাপাত্তা হয়ে যায়। আবেদনকারদের মধ্যে কেবল উপস্থিত ছিলেন মো. দুলাল উদ্দিন নামে সবেধন নীলমণি ওই একজন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শনিবার নির্ধারিত সময়ে স্কুল কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষা নেওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন করে। এজন্য স্কুল ম্যনেজিং কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক জি.কে পাইলট উচ্চ বিদ্যালয়ে হাজির হন। কিন্তু ১৬ প্রার্র্থীর মধ্যে মাত্র একজন উপস্থিত থাকায় আইনগত বাদ্যবাদকতার কারণে নিয়োগ পরীক্ষা না নিয়ে অনেকটা রাগ-ক্ষোভ নিয়েই ফিরে যান হুইপ আতিক।

নাম প্রকাশ না করার শর্তে অনুপস্থিত আবেদনকারীদের মধ্যে ৫ জন জানিয়েছেন, বিভিন্ন সূত্রে তারা জানতে পেরেছেন সরকার দলীয় সমর্থক একজন আবেদনকারীর সাথে স্কুল কমিটির রফাদফা চুড়ান্ত পর্যায়ে এবং ওই আবেদনকারীর চাকুরী নিশ্চিত জেনেই বাকীরা কেউ পরীক্ষার জন্য উপস্থিত হয়নি। তারা হতাশা প্রকাশ করে বলেন, এভাবে লোক দেখানো নিয়োগ পরীক্ষা আয়োজনের কি দরকার।

এ ব্যাপারে শেরপুর জি.কে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মঞ্জুরুল ইসলাম বলেন, কমপক্ষে তিন জন উপস্থিত না থাকলে আইন অনুযায়ী নিয়োগ পরীক্ষা নেওয়া যায়না। তাই পরীক্ষা হয়নি, স্থগিত করা হয়েছে। তবে তিনি কমিটির সাথে একজনের দফারফার বিষয়টি অস্বীকার করে বলেন, এ ধরনের কিছু আমার জানা নেই।
(এইচবি/এএস/জুলাই ২০, ২০১৪)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test