E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নালিতাবাড়ীর কলেজ অধ্যক্ষের পদত্যাগপত্র দাখিল

২০১৪ জুলাই ২০ ১৫:১৭:২৭
নালিতাবাড়ীর কলেজ অধ্যক্ষের পদত্যাগপত্র দাখিল

শেরপুর প্রতিনিধি : অনৈতিক কাজের সাথে জড়িত থাকার অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত থাকা শেরপুরের নালিতাবাড়ী শহীদ নাজমূল স্মৃতি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম অবশেষে পদত্যাগপত্র দাকিল করেছেন। কলেজের গর্ভনিং বডি‘র (জিবি) সভাপতি বরাবরে তিনি ১৯ জুলাই শনিবার পদত্যাগ পত্র জমা দিয়েছেন বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।

গর্ভনিং বডি‘র সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন নালিতাবাড়ী শহীদ নাজমূল স্মৃতি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলামের পদত্যাগ প্রত পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের জানান, ১৯ জুলাই শনিবার অধ্যক্ষের পদত্যাগ পত্র পেয়েছি। গভর্নিং বডি’র সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তিনি বলেন, কৃষিমন্ত্রী মহোদয় এলাকায় থাকায় ব্যস্ততার কারণে এ মুহুর্তে গভর্নিং বডি’র সভা আহ্বান করা সম্ভব হচ্ছেনা।
উল্লেখ্য, নালিতাবাড়ী শহীদ নাজমূল স্মৃতি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলামের বিরুদ্ধে কলেজ ক্যাম্পাসে অনৈতিক কাজের অভিযোগ করে গত ৪ মে শিক্ষার্থীরা অধ্যক্ষের অপসারণ দাবী করে বিক্ষোভ মিছিল করে। পরদিন তারা মানববন্ধন করে এবং প্রশাসনের নিকট স্মারকলিপি দেয়। এ নিয়ে সে সময় বেশ কয়েকটি সংবাদ প্রকাশিত হলে গভর্নিং বিষয়টি তদন্তের উদ্যোগ নেয়। তদন্তের এক পর্যায়ে ওই অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত কমিটির তদন্ত কাজে প্রভাবিত করার অভিযোগ ওঠলে গত ১০ জুন গভর্নিং বডি’র এক সভায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
(এইচবি/এএস/জুলাই ২০, ২০১৪)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test