E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রচার র্শীষে আ.লীগ, কৌশলে এগিয়ে যেতে চায় বিএনপি

২০১৮ ডিসেম্বর ২৪ ১৮:১৩:৩৯
প্রচার র্শীষে আ.লীগ, কৌশলে এগিয়ে যেতে চায় বিএনপি

দীপক চক্রবর্তী, মাগুরা : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দিন যতোই ঘনিয়ে আসছে, মাগুরা ২টি আসনের প্রার্থীদের দৌড় ঝাঁপ ততোই বেড়ে চলেছে। সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্তু চলছে গনসংযোগ, পথসভা ও লিফলেট বিতরন। 

জন সর্মথনের আশায ছুটছেন ভোটারদের বাড়ি-বাড়ি। ঝড় বইছে চায়ের কাপে। চায়ের দোকান, হোটেল, রেস্তরায়ও প্রচার প্রচারনায় ব্যস্ত নেতাকর্মীরা। চলছে হার জিতের হিসাব নিকাশ। প্রিয় প্রার্থীর পক্ষে প্রচারে ব্যস্ত সময় পার করছেন জেলা সদর সহ ৪ উপজেলার প্রত্যন্ত গ্রামের নেতাকর্মীরা। মাগুরা ও শ্রীপুর উপজেলা নিয়ে গঠিত জাতীয় সংসদের মাগুরা- ১ আসন। অপর দিকে মহম্মদপুর-শালিখা ও মাগুরা সদর উপজেলার চার ইউনিয়ন নিয়ে গঠিত মাগুরা-২ আসন। এ আসন দুটিতে প্রচার-প্রচারনায় আওয়ামীলীগ এগিয়ে থাকলেও, কৌশলে এগিয়ে যেতে চায় বিএনপি।

কাক ডাকা ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্তু প্রার্থী ও কর্মী সর্মথকরা ছুটে বেড়াচ্ছেন এপ্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্তু। তবে জেলার মাঠে-ঘাটে এবং চায়ের দোকানে চলছে নির্বাচনী ভোটের হিসাব-নিকাশের চুল ছেড়া বিশ্লেষন। যে বিশ্লেষনে আসন দুইটি ধরে রাখতে মরিয়া আওয়ামীগ এবং কৌশলে এগিয়ে যেতে চায় বিএনপি।

মাগুরা-১ আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এ্যাড. সাইফুজ্জামান শিখার। তিনি প্রতিদিন নির্বাচনী এলাকার এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্তু ছুটে বেড়াচ্ছেন। জন সর্মথনের আশায় ঘুরে বেড়াচ্ছেন দ্বারে-দ্বারে। যাকে পাচ্ছেন বুকে তুলে নিচ্ছেন। ইতিমধ্যে বিপুল জনসর্মথনও আদায় করেছেন এ প্রার্থী। অন্যদিকে এ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনোয়ার হোসেন মাগুরা সদর উপজেলার মঘি ঢাল এলাকায় বোমা হামলা মামলায় হাজতে থাকায় সুবিধায় নেই মাগুরা-১ আসনের বিএনপি’র এ প্রার্থী।

অপরদিকে মহম্মদপুর উপজেলার ৮টি, শালিখা উপজেলার ৭টি ও মাগুরা সদর উপজেলার ৪টি ইউনিয়নসহ মোট ১৯টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসন। যার পুরুষ ভোটার ১ লাখ ৬৮ হাজার ৬২৭ এবং নারী ভোটার ১ লাখ ৬৬ হাজার ২৯৭, সর্বমোট ৩ লাখ ৩৪ হাজার ৯২৪ ভোট। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ড. শ্রী বীরেন শিকদারের নৌকা প্রতীকের সাথে মুখোমুখি লড়াই হতে চলেছে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী এ্যাড. নিতাই রায় চৌধুরীর ধানের শীষ মার্কা।

এ আসনের প্রার্থীরা উঠান বৈঠক, পথ সভা, নির্বাচনী জন সভা করে চলছে। আওয়ামীলীগ প্রাথী ড. শ্রী বীরেন শিকদার বলেন নির্বাচনী এলাকায় ব্রীজ, রাস্তা, স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ অনেক উন্নয়নের কাজ করেছি। মহম্মদপুর-শালিখা উপজেলার সকল শ্রেনীপেশার মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক। তাছাড়া মাগুরা-ফরিদপুর জেলার সেতুবন্ধনে মহম্মদপুর মধুমতি নদীর উপর শত কোটি টাকার ব্রীজ নির্মানসহ যে পরিমাণ উন্নয়নমূলক কাজ করা হয়েছে তা কালের স্বাক্ষী হয়ে রয়েছে। তবে এ আসনে বিএনপি ধীর পদক্ষেপ অবলম্বন করছে।

(ডিসি/এসপি/ডিসেম্বর ২৪, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test