E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাটমোহরে ১৫টি গ্রামের খ্রিষ্টান পল্লীতে চলছে নানা প্রস্তুতি

২০১৮ ডিসেম্বর ২৪ ১৮:২০:৪০
চাটমোহরে ১৫টি গ্রামের খ্রিষ্টান পল্লীতে চলছে নানা প্রস্তুতি

শামীম হাসান মিলন, চাটমোহর (পাবনা) : ২৫ ডিসেম্বর খ্রীস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’। আর এই উৎসব উদযাপনে পাবনার চাটমোহর উপজেলার ১৫টি গ্রামের খ্রীস্টান সম্প্রদায়ের মানুষদের মাঝে চলছে নানা প্রস্তুতি।

উপজেলার ৫টি গির্জায় বড়দিন উদযাপরে বিশেষ প্রার্থনা ও খ্রিস্টযোগ অনুষ্ঠিত হবে। বড়দিন উপলক্ষে উপজেলার মথুরাপুর, খয়েরবাড়িয়া, গোয়ালবাড়িয়া, উথুলী, লাউতিয়া, ভাদরা, কাতুলী, ফৈলজানা, নেংড়ি, কুয়াবাসী এবং সাঁইপাই গ্রামের খ্রিষ্টানপল্লীতে বিরাজ করছে উৎসবের আমেজ।

গীর্জা, বাড়ি আলোকসজ্জা, গোশালা তৈরী, ক্রিস্টমার্স ট্রি সাজানো সহ নানা প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন খ্রীস্টান সম্প্রদায়ের মানুষেরা। স্বজনদের সাথে বড়দিনের আনন্দ ভাগাভাগি করতে ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন কর্মজীবী মানুষ।

খ্রিষ্টধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব উপলক্ষে উপজেলার মথুরাপুর সাধ্বী রীতার ধর্মপল্লী, কাতুলী সাধু আন্তনী ধর্মপল্লী, লাউতিয়া ফেলোশিপ ধর্মপল্লী, উথুলী সহভাগিতা ধর্মপল্লী, জবেরপুর প্রোটেস্ট্যান্ট ধর্মপল্লী, ফৈলজানা ক্যাথলিক ও ব্যাপ্টিস্ট ধর্মপল্লী ও একদন্ত ক্যাথলিক ধর্মপল্লী¬তে চলছে উৎসবের আমেজ। এ উৎসব থেকে বাদ পড়েনি পৌর এলাকাও।

‘বড়দিন’ উদযাপনে খ্রিস্টান পল্লী এখন উৎসবমুখর। গীর্জা বা উপাসনলয়গুলো সাজানো হয়েছে নানা রং বেরং এর সাজে। এছাড়া বাড়িঘর আলোকসজ্জা, গোশালা তৈরী, ক্রিস্টমার্স ট্রি সাজিয়েছেন খ্রিস্টান সম্প্রদায়ের মানুষেরা। আল্পনার রঙে গীর্জা ও বাড়ির আঙিনা সাজছে নতুন সাজে।

স্বজনদের সাথে বড়দিনের আনন্দ ভাগাভাগি করতে দেশের বিভিন্ন স্থান থেকে ইতিমধ্যে চাটমোহরের ১৫টি গ্রামের বাড়িতে ছুটে আসছেন পেশাজীবি মানুষ। বড়দিন উপলক্ষ্যে যিশুর আগমন বার্তা সবাইকে জানান দিতে বাড়িতে বাড়িতে চলছে নগরকীর্তন। বড়দিন ঘিরে অতিথিদের আপ্যায়ন করতে বাড়ির গৃহিনীরা বাড়িঘর আলোকসজ্জা আর পিঠাপুলির আয়োজন করেছেন।

চাটমোহর উপজেলার মথুরাপুর ও ভাদড়া গ্রামের মালতী কস্তা, প্রীতি কস্তা, রিনা রোজারিও, রবিতা গোমেজ ও মার্টিন গোমেজ জানান, বড়দিন উপলক্ষ্যে আমাদের প্রত্যেকের মাঝে আনন্দ বিরাজ করছে। সে কারণে আমরা সবাই গীর্জা সাজাচ্ছি। সাধ্যমতো প্রত্যেক বাড়িতে সাজসজ্জা, আলোকসজ্জা চলছে। আল্পনা আঁকা হচ্ছে বাড়ির আঙিনা, দেয়াল সহ বিভিন্ন স্থানে। বড়দিনের আনন্দ ভাগ করে নিতে বিভিন্ন স্থান থেকে আমাদের আত্মীয়-স্বজনরা বাড়িতে এসেছেন। আমরা ঘর সাজিয়েছি, ক্রিস্টমাস ট্রি সাজিয়েছি, গোশালা তৈরী করেছি। অতিথিদের জন্য পিঠাপুলি, পায়েশসহ বিভিন্ন খাবার তৈরী করেছি।

প্রভু যিশু খ্রিস্ট বেথেলহামের যে গোশালায় জন্মেছিলেন, তার আদলে প্রত্যেক বাড়িতে গোশালা স্থাপন ও সেটিকে সাজিয়ে পরিপূর্ন করার কাজ চলছে। সবমিলিয়ে ব্যস্ত সময় পার করছে সবাই।

চাটমোহরের মথুরাপুর ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার দিলীপ এস কস্তা জানান, আমাদের পাপ থেকে পরিত্রাণের জন্য এবং অন্তরের অন্ধকার দুর করে আলোর পথ দেখানোর বানী নিয়ে পৃথিবীতে এসেছিলেন যিশু খ্রিষ্ট। জগতে শান্তি-ন্যায় প্রতিষ্ঠা এবং সবার মাঝে ভাতৃত্ব মিলন বজায় রাখার আহবানে পালিত হবে এবারের বড়দিন।

থানার ওসি (তদন্ত) মো. শরিফুল ইসলাম জানান, বড়দিন শান্তিপূর্ন পরিবেশে খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ যাতে বড়দিন উদযাপন করতে পারে সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সকল চার্চে, গীর্জায় পর্যাপ্ত সংখ্যক পোশাকি পুলিশ নিয়োজিত থাকবে। পাশাপাশি আগাম তথ্য পাওয়ার জন্য সাদা পোশাকে গোয়েন্দা পুলিশও কাজ করছে।

(এসএইচএম/এসপি/ডিসেম্বর ২৪, ২০১৮)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test