E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নড়াইলে বিএনপি প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, জেলা বিএনপির দপ্তর সম্পাদকসহ আহত ১০

২০১৮ ডিসেম্বর ২৪ ১৮:৫১:২৪
নড়াইলে বিএনপি প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, জেলা বিএনপির দপ্তর সম্পাদকসহ আহত ১০

নড়াইল প্রতিনিধি : নড়াইল-২ আসনে বিএনপি প্রার্থী এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ গণসংযোগে যাওয়ার পথে আওয়ামী লীগ সমর্থকদের হামলায় জেলা বিএনপির দপ্তর সম্পাদক টিপু সুলতান, লক্ষীপাশা ইউনিয়ন যুবদলের সদস্য রাকিব মন্ডলসহ ১০ নেতাকর্মী আহত হয়েছেন।

সোমবার (২৪ ডিসেম্বর) দুপুর ১ টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহত বিএনপি নেতাদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও বিকালে দপ্তর সম্পাদক টিপু সুলতানকে যশোরে ভর্তি করা হয়েছে।

এদিকে, এ ঘটনার পর ফরিদুজ্জামান তার লোহাগড়াস্থ বাসভবনে সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে ফরহাদ বলেন, সোমবার দুপুরে নির্বাচনী প্রচারণার জন্য লোহাগড়া থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে নড়াইলের উদ্দেশ্যে যাওয়ার পথে এড়েন্দা বাসস্টান্ডের কাছে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। কাশিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মতিয়ার রহমানসহ তার লোকজন লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়।

এ ঘটনায় বিএনপির ১০ নেতাকর্মী আহত হয়েছে। এ সময় পাঁচটি মোটরসাইকেল ভাংচুরসহ বেশ কয়েকটি মোবাইল ফোন সেট ও টাকা পয়সা ছিনিয়ে নেয়। এ হামলার দায় আওয়ামী লীগ প্রার্থী মাশরাফি বিন মর্তুজা কোনো ভাবেই এড়াতে পারেন না।

তিনি আরো বলেন, এখানে সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ নেই। জেলা রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের অবগত করলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না।

কাশিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান বলেন, এ হামলার সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নেই বরং বিএনপির সমর্থকেরা আওয়ামী লীগ সম্পর্কে বাজে মন্তব্য করায় স্থানীয় লোকজন তাদের বাঁধা দেয়।

(আরএম/এসপি/ডিসেম্বর ২৪, ২০১৮)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test