E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মৌলভীবাজার-৩

ভোটের প্রচারে কৌশলী বিএনপি, বিরামহীন প্রচারে আ.মীলীগ

২০১৮ ডিসেম্বর ২৪ ২৩:৩৭:৪৮
ভোটের প্রচারে কৌশলী বিএনপি, বিরামহীন প্রচারে আ.মীলীগ

স্টাফ রিপোর্টার : দ্রুত ঘনিয়ে এসেছে ভোটের দিনক্ষন। আর মাত্র ৫ দিন পরই শুরু হচ্চে বহুল আলোচিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন। মৌলভীবাজার জেলা সদরের নির্বাচনী মাঠে এখন চলছে শেষ মুহুর্তেও প্রচার প্রচারণা। ব্যস্থ সময় পার করছেন প্রধান দু’দলের প্রার্থীরা। সেই সাথে সমান তালে সাধারণ ভোটারদের মনে শঙ্কাও বাড়ছে সময়
যত গড়াচ্ছে। এরই মধ্যে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী দেশব্যাপী সেনা মোতায়েনের অংশ হিসেবে সোমবার থেকে মৌলভীবাজার-৩ সদর নির্বাচনী আসনে সেনাবাহিনী মোতায়েনে কিছুটা হলেও স্বস্থি ফিরে এসেছে বিরোধী শিবিরে। সার্বিকভাবে ঘরির কাটা যত ঘুরছে ততই বদলাচ্ছে ভোটের মাঠের সার্বিক হিসাব। গ্রামীণ জনপদ আগেকার মত ভোট উৎসবের পরিবর্তে এখন অনেকটাই আতঙ্কের জনপদে রূপ নিয়েছে। সেখানে নির্বাচনী আমেজ এখন অনেকটাই অনুপস্থিত। কাকে ভোট দিবেন ভোটাররা তা নিয়েও মুখ খুলছেননা । শান্তিপূর্ণ ভোট প্রদানে ভোটাররা অনেকটাই নিরব, তবে ভোটরদের মাঝে সচেতনতা যে বাড়ছে তা কথা বললেই বুঝা যায়।

এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্ধের পর থেকে এ পর্যন্ত সদরের এই নির্বাচনী আসনে ক্ষমতাসীন দল আ:মীলীগ বিরামহীন নির্বাচনী প্রচারণা চালালেও মামলা ও গ্রেফতার আতঙ্ক মাথায় নিয়ে বিএনপি নেতাকর্মীরা দলের প্রার্থী নাসের রহমানকে নিয়ে কৌশলী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এসব কারনে ধানের শীষের প্রচারণার ক্ষেত্রে ক্ষমতাসীন দলের প্রার্থীর প্রচারনার চেয়ে পিছিয়ে রয়েছেন বলে দেখা গেছে। তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ আসনে প্রচারণায় আওয়ামীলীগ এগিয়ে থাকলেও ভোটের মাঠে জনসমর্থনের দিক থেকে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনিত জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী নাসের রহমান। জেলা সদর ও রাজনগরের বিভিন্ন এলাকার বিএনপি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সাথে কথা বলে এমন তথ্য উঠে আসে ।

অপরদিকে বিএনপি প্রার্থী নাসের রহমান সোমবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে মৌলভীবাজার প্রেসক্লাবে দ্বিতীয় দফা সংবাদ সম্মেলন করে পুলিশের বিরুদ্ধে হয়রানি ও নেতাদের বাসায় বাসায় তল্লাশী চালিয়ে নেতাকর্মীদের আটকের
অভিযোগ করে বলেন, নির্বাচনী এলাকার প্রতিটি ইউনিয়নের গ্রামে গ্রামে পুলিশ মধ্যরাতে বাসায় বাসায় বিনা ওয়ারেন্টে হানা দিচ্ছে। মামলা আতঙ্কে পুলিশি গ্রেফতার এড়াতে নেতাকর্মীরা নিজ বাসা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন
অন্যত্র। এ

সময় সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্যে নাসের রহমান অভিযোগ করে বলেন এপর্যন্ত পুলিশ দলের শতাধিক নেতাকর্মীকে আটক করেছে । তিনি বলেন সর্বশেষ গতকাল রবিবার সন্ধ্যার পর থেকে পুলিশ মৌলভীবাজার শহরে বিএনপি দলীয় পৌর কাউন্সিলরসহ নেতাকর্মীদের বাসায় বাসায় অভিযান চালায়। রবিবার রাতে সাবেক পৌর কাউন্সিলর ও বিএনপি নেতা অলিউর রহমানের গোলবাগের বাসায় পুলিশ অভিযান চালিয়ে বাসার আসবাবপত্র তছনছ করে, এসময় বাসায় পুলিশের অবস্থান টের পেয়ে দেয়াল টপকিয়ে পরে গিয়ে ডান হাতে পেরেগ ঢুকে আহত হন দলের এই নেতা। নাসের রহমান বলেন এসব অভিযোগ করে একাধিকবার জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর বারবার অভিযোগপত্র দাখিল করি। কিন্তু অত্যান্ত পরিতাপের বিষয় এই বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা কোন নিবারণমূলক পদক্ষেপ তো নেনই নাই প্রক্ষান্তরে এই ধরনের পুলিশি হয়রানী অভিযানের মাত্রা দিন দিন বেড়ে গতকাল তা উদ্ধেগজনক মাত্রায় পৌঁছেছে।

জানা যায়, মামলা আর হয়রানী বন্ধে প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলনের পরও নেতাকর্মীদের বাসায় বাসায় পুলিশি হয়রানী কিছুতেই বন্ধ হচ্ছেনা। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে এ পর্যন্ত ৩টি গায়েবী মামলা ও একটি মোটর সাইকেল
পুরানোর মামলা দায়ের করা হয়েছে । এসব মামলা আসামী করা হয়েছে পাঁচশতাধিকের উপরে নেতাকর্মীকে। নির্বাচনের আর মাত্র ৫দিন বাকি থাকলেও নির্বাচনের আগে এসব নেতাকর্মীদের জামিন হওয়ার কোন সম্ভাবনা নেই।

মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান মিজান জানান, গত (১৪ ডিসেম্বর) মধ্যরাতেও পুলিশ এসল্ট মামলায় বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান শামিম আহমদসহ ২ বিএনপি নেতাকে পুলিশ আটক করে নিয়ে গেছে।

তিনি বলেন, এ পর্যন্ত জেলা সদর ও রাজনগর মিলিয়ে মোট ৭টি মামলা করা হয়েছে, তার মধ্যে ৬টি গায়েবী মামলা ও
১টি তারা (আওয়ামীলীগ) নিজেরা মোটর সাইকেল পুরিয়ে আমাদের দলের ৪০জন নেতাকর্মীকে আসামী করে মিথ্যা মামলা দায়ের করেছে।

তিনি বলেন, মোটর সাইকেল পুরানোর মামলায় জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি গাজী জাবেদকে গত শুক্রবার রাত ৮টার দিকে সদর উপজেলার নাদামপুর থেকে আটক করে।

ভিপি মিজান আরো বলেন, প্রতি রাতে পুলিশ বাড়ি বাড়ি তল্লাশী চালাচ্ছে। শুক্রবার সদর উপজেলার শেরপুরে আমাদের দলের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করতে গেলে তারা বাঁধা দেয়। নির্বাচনকে সামনে রেখে দীর্ঘদিনের তীব্র বিভেদ আর বিভাজন ভুলে আসন পূনরুদ্ধারে একাট্রা জেলা বিএনপি। নির্বাচন কমিশন কর্তৃক একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোসনার পর সাড়া দেশের মত মৌলভীবাজার-৩ আসনেও ধানের শীষের টিকিট পেতে একাধিক মনোনয়ন প্রত্যাশী দলীয় মনোনয়ন সংগ্রহ করলেও অবশেষ বিএনপি দলীয় সাবেক সাংসদ ও জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমানকে সবাই দলের একক প্রার্থী হিসেবে সমর্থন জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করে নেন অন্যান্য প্রার্থীরা।

(একে/এসপি/ডিসেম্বর ২৪, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test