E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

মাগুরার সাবেক এমপি আছাদুজ্জামান স্মরণে আলোচনা সভা  

২০১৮ ডিসেম্বর ২৫ ১৫:৩৯:৩১
মাগুরার সাবেক এমপি আছাদুজ্জামান স্মরণে আলোচনা সভা  

মাগুরা প্রতিনিধি : মাগুরা থেকে ৫ বার নির্বাচিত সংসদ সদস্য, সংসদের বিরোধী দলীয় পার্লামেন্টারী বোর্ডের সাবেক সচিব, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অ্যাডভোকেট আছাদুজ্জামানের ২৫ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার তার নিজ বাসভবনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

আলোচনা সভা ও দোয়া মাহফিলের আগে জেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন সকালে ভায়না পৌর গোরস্থানে মরহুমের কবর জিয়ারত করেছে।

আলোচনা সভায় জেলা আওয়ামীলীগের সভাপতি তানজেল হোসেন খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আ.ফ.ম আব্দুল ফাত্তাহ, মুন্সী রেজাউল হক, আবু নাসির বাবলু,সদর উপজেলা চেয়ারম্যান রস্তম আলী, সাবেক জেলা পরিষদ প্রশাসক সৈয়দ শরিফুল ইসলাম,মাগুরা-২ আসনের প্রার্থী ড.বীরেন শিকদার এমপি ও মাগুরা-১ আসনের প্রার্থী এ্যাড. সাইফুজ্জামান শিখর প্রমুখ ।

সভায় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি’র নব-নির্বাচিত মেয়র এ্যাড. জাহাঙ্গীর আলম । জেলা আওয়ামীলীগের আয়োজনে জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডুর সঞ্চালনায় জেলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন । শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।

উল্লেখ্য, মরহুম আছাদুজ্জামান ১৯৩৫সালের ১১ই নভেম্বর মাগুরার মহম্মদপুর উপজেলার মৌলভী জোকা গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৫৪ সালে ছাত্রজীবনে তিনি আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হন। ১৯৬১ সালে তিনি মাগুরা বারে আইনজীবী হিসেবে যোগদান করেন। ১৯৬২’র ছাত্র আন্দোলন, ৬৬’র ছয় দফা আন্দোলন, ৬৯’র গণ-অভ্যুত্থানসহ বিভিন্ন আন্দোলনে তিনি সামনে থেকে নেতৃত্ব দেন। এ সময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সংস্পর্শে আসেন। ১৯৬৫ সালে তিনি মাগুরা মহাকুমা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

১৯৭৬ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি জেলা আওয়ামীলীগের সভাপতি ছিলেন। ১৯৭০ সালের নির্বাচনে তিনি পুর্ব পাকিস্তান প্রদেশিক পরিষদের এম.পিএ নির্বাচিত হন। ১৯৭২ এ তিনি গণ পরিষদ সদস্য নির্বাচিত হন। এ সময় তিনি শ্রেষ্ঠ তরুন পার্লামেন্টিয়ান হিসেবে জাতীয় পুরস্কার লাভ করেন। ১৯৭৯,১৯৮৬ ও ১৯৯১ সালে তিনি বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। ১৯৯৩ সালের ২৫ ডিসেম্বর বর্ষিয়ান এই রাজনীতিবিদদের মৃত্যু হয়।

(ডিসি/এসপি/ডিসেম্বর ২৫, ২০১৮)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test