E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাণীনগরে বিএনপির গাড়ীবহরে হামলা ভাংচুর, আহত ৩

২০১৮ ডিসেম্বর ২৫ ২২:৪৪:৪৭
রাণীনগরে বিএনপির গাড়ীবহরে হামলা ভাংচুর, আহত ৩

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : গণসংযোগ করে ফিরার পথে নওগাঁর রাণীনগরে বিএনপির গাড়ীবহরে হামলা চালিয়েছে দৃর্বৃত্তরা। এ ঘটনায় বিএনপির তিনকর্মী আহত হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরত্বর হওয়ায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার কাশিমপুর ইউনিয়নে দফাদার মোড়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, রাণীনগর থানা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো: বেলাল হোসেন, উপজেলার গোনা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: শহীদুল ইসলাম সুইট, কাশিমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: মঞ্জুরুল আলম।

স্থানীয় সূত্রে জানা গেছে, আত্রাই উপজেলায় ঐক্যফ্রন্টের প্রার্থী সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবির গণসংযোগ শেষে দুইটি মাইক্রোবাস করে রাণীনগর ফিরছিলেন। একটি মাইক্রোবাসে আলমগীর কবির ও পেছনের মাইক্রোবাসে তার নেতাকর্মীরা ছিলেন। আলমগীর কবির মাইক্রোবাস নিয়ে আগেই রাণীনগর সদরের পার্শ্বে সায়েম উদ্দিনের মোড়ে বিএনপির অফিসে চলে যান। পেছনের মাইক্রোবাসটিতে পথিমধ্যে রাণীনগর উপজেলার কাশিমপুর ইউনিয়নে দফাদার মোড়ে ৪০-৫০ টি মোটর সাইকেল নিয়ে হামলা চালিয়ে ভাংচুর করা হয়। এ সময় বিএনপির তিন নেতাকর্মী আহত হয়। আহতের মধ্যে শহীদুল ইসলাম সুইট ও মঞ্জুরুল আলমকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত রাণীনগর থানা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো: বেলাল হোসেন বলেন, আত্রাইয়ে গণসংযোগ করে আমরা রাণীনগরে ফিরছিলাম। রাণীনগের বিভিন্ন পয়েন্টে মোটর সাইকেল নিয়ে হামলাকারীরা আগ থেকে অবস্থান করছিল। দাফাদার মোড়ে পৌছলে ৪০-৫০ টি মোটর সাইকেল একত্রে এসে আমাদের গাড়ীতে প্রথমে ইটপাটকেল ছুড়ে ও ভাংচুর করে। এরপর দেশীয় অস্ত্র দিয়ে মারপিট করে তারা চলে যায়।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান বলেন, বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে ছুটে যায়। কিন্তু সেখানে কোন আলামত আমরা পাইনি। তারপরও বিষয়টি আমরা দেখছি।

(এসকেপি/এসপি/ডিসেম্বর ২৫, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test