E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরদীতে বিএনপির প্রার্থী হাবিবকে ছুরিকাঘাত

২০১৮ ডিসেম্বর ২৬ ১৫:০৫:০০
ঈশ্বরদীতে বিএনপির প্রার্থী হাবিবকে ছুরিকাঘাত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীতে দুর্বৃত্তের হামলায় পাবনা-৪ আসনের বিএনপি প্রার্থী  হাবিবুর রহমান হাবিবসহ ৫ জন আহত হয়েছেন। দুপুর পোনে বারোটার দিকে এই হামলার ঘটনাটি ঘটেছে আলহাজ্ব হাইস্কুল মাঠে। বিএনপি’র কেন্দ্রীয় চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা-৪ আসনের প্রার্থী হাবিব ঈশ্বরদী শহরে গণসংযোগের জন্য স্কুল মাঠে জমায়েত হচ্ছিল। এসময় একদল দুর্বৃত্ত অতর্কিতে হামলা চালালে হাবিব আহত হন। ঈশ্বরদী হাসপাতালে হাবিবকে প্রাথমিক চিকিৎসার পর পাবনায় পাঠানো হযেছে। 

অন্যান্য আহতরা হলেন, আহসানুল ইসলাম রিপন, বাচ্চু, সরদার আতাউর রহমান ও বীর হোসেন। এরা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন। হামলার ঘটনা ছড়িয়ে পড়লে সাহাপুর ও নতুনহাট এলাকায় হাবিব সমর্থকরা নৌকার ফ্লাগ লাগানো কযেকটি মোটর সাইকেল ভাংচুর করে। লক্ষিকুন্ডা ইউনিয়নের ইউপি সদস্য জিয়া মেম্বারকে হাসপাতালে দেখে হাবিবের সমর্থরা তাঁর উপর হামলা চালায়। পুলিশ-বিজিবি তাকে উদ্ধার করে।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসমা খান জানান, হাবিবের নিতম্বে ৪টি ছুরিকাঘাতের চিহ্ণ রয়েছে এবং রক্তক্ষরণ হয়েছে। হাবিব আশংকামুক্ত বলে তিনি নিশ্চিত করেছেন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে পাবনায় পাঠানা হয়েছে।

হাবিব সমর্থক জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক জানান, হামলার পর হাবিব ভাইকে পাশের একটি বাড়িতে নেয়া হয়। পরে থানার ওসি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসাধীন হাবিব এঘটনার জন্য যুবলীগ ও ছাত্রলীগকে দাবী করে বলেন, গণসংযোগ ও পথসভার জন্য আয়োজিত জমায়েতে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টু হামলায় যুবলীগ ও ছাত্রলীগকে জড়িত করার অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

হামলার ঘটনার জন্য তিনি বিএনপি’র অভ্যন্তরীণ কোন্দলকে দায়ী করে বলেন, হাবিবের অভিযোগে বিএনপি’র উপজেলা কমিটি বাতিল ও পৌর কমিটি স্থগিতের ঘটনায় বিএনপি’র তৃণমূলের সকল স্তরের নেতা-কর্মীরা তাঁর উপর বিক্ষুদ্ধ। গত ২২শে ডিসেম্বর বিক্ষুদ্ধ বিএনপি তৃণমূলের নেতা-কর্মীরা বিশাল ঝাটা মিছিল শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ থেকে হাবিবকে অবাঞ্চিত ঘোষণা করেছে। এসময় তারা হাবিবকে ঈশ্বরদীর মাটিতে পা রাখতে দেবে না বলেও ঘোষণা দেয়। এই ঘটনাই প্রমাণ করে যে কাদের দ্বারা হামলা সংঘঠিত হতে পারে। নিশ্চিত ভরাডুবি জেনে হাবিব মিথ্যাচার করছে বলে মিন্টু জানিয়েছেন।’

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ বাহাউদ্দিন ফারুকি পিপিএম হামলার ঘটনা নিশ্চিত করে জানান, প্রকৃতপক্ষে কারা হামলা চালিয়েছে এখনও নিশ্চিত হওযা যায়নি। তবে সন্দেহজনকভাবে ৮ জনকে গ্রেফতার করা হযেছে। শান্তি-শৃংখলা পরিস্থিতি স্বাখাবিক রাখতে শহরে বিপুল সংখ্যক, র‌্যাব, পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

সহকারী রিটার্ণিং অফিসার ও ইউএনও আহম্মেদ আলী ভূইয়া জানান, হামলার সাথে কারা জড়িত তদন্ত করা হচ্ছে।এখানে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড অত্যন্ত সুন্দর। অপ্রত্যাশিতভাবে এই ঘটনা ঘটেছে। তবে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন।

(এসকেকে/এসপি/ডিসেম্বর ২৬, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test