E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সংখ্যালঘুর বাড়িতে আগুন, র‍্যাব'র ঘটনাস্থল পরিদর্শন

২০১৮ ডিসেম্বর ২৬ ১৬:৩৯:৪৮
সংখ্যালঘুর বাড়িতে আগুন, র‍্যাব'র ঘটনাস্থল পরিদর্শন

ঠাকুরগাঁও প্রতিনিধি : গত ২০ ডিসেম্বর দিবাগত রাতে ঠাকুরগাঁও জগন্নাথপুর ইউনিয়নের সাহাপাড়ায় কৃষ্ণ ঘোষের বসত ভিটায় আগুন দেয় দুর্বৃত্তরা। এই ঘটনায় কৃষ্ণের ৭টি ছাগল,বসত বাড়ি আসবাব পত্রসহ সব পুড়ে ছাই হয়ে যায়।ক্ষতিগ্রস্ত হয় প্রায় পাঁচ লক্ষাধিক টাকার।

এই ঘটনার প্রেক্ষিতে বুধবার(২৬ ডিসেম্বর) দুপুরে এই এলাকা পরিদর্শনে আসেন র‍্যাব-১৩'র অধিনায়ক,এডিশনাল ডিআইজি মো.মোজাম্মেল হক বিপিএম, পিপিএম।

তিনি উপস্থিত গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বলেন, যত দ্রুত সম্ভব উক্ত ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে। সাথে সাথে নীরিহ কেউ যেন হয়রানির শিকার না হয় সেদিকেও লক্ষ রাখা হচ্ছে। পাশাপাশি র‍্যাব থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের বসতবাড়ি এমনকি লেপ-তোষকসহ হাড়ি-পাতিল যেভাবে ছিল ঠিক সেভাবেই করে দেওয়া হচ্ছে।

এসময় তিনি বলেন, আপনারা জানেন দেশে জঙ্গিবাদ দমন,অপরাধীদের আইনের আওতায় আনতে র‍্যাব বদ্ধ পরিকর।

মোজাম্মেল হক জানান, আগামী ২৮ ডিসেম্বর র‍্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ ঠাকুরগাঁওয়ে এক ধর্মীয় সম্প্রীতি সমাবেশ করবেন। সেসময় কৃষ্ণ ঘোষকে র‍্যাব কতৃপক্ষের করে দেওয়া বাড়ি তিনি কৃষ্ণের হাতে হস্তান্তর করবেন।

এসময় অন্যান্যদের মাঝে সেখানে উপস্থিত ছিলেন, র‍্যাব-১৩'র মেজর আরমিন রাব্বি, র‍্যাব-১৩ সিপিসি-১ এর অধিনায়ক সোহেল রানা প্রিন্স, এএসপি সিদ্দিক আহমেদ,ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু জেলার সাংবাদিক ও র‍্যাব-১৩'র সদস্যবৃন্দ।

(এফআইআর/এসপি/ডিসেম্বর ২৬, ২০১৮

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test