E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় ঐক্যফ্রন্ট প্রার্থী আলমগীর কবিরের সংবাদ সম্মেলন

২০১৮ ডিসেম্বর ২৬ ১৭:৫৭:৫৫
নওগাঁয় ঐক্যফ্রন্ট প্রার্থী আলমগীর কবিরের সংবাদ সম্মেলন

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ-৬ আসনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থীসহ নেতা-কর্মী ও সমর্থকের উপর হামলা, মিথ্যা মামলা, গণ-গ্রেফতার বন্ধ, বাড়ি-ঘর ও নির্বাচনী ক্যাম্প ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ওই আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির।

বুধবার বেলা ১১টায় শহরের মাষ্টারপাড়ায় তার নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এসময় আলমগীর কবির তাঁর লিখিত বক্তব্য বলেন, দেশ ও জাতি এক কঠিন ভয়াবহ প্রতিকুল সম্পূর্ন অস্বাভাবিক পরিস্থিতর সন্মূখীন হয়েছে। নওগাঁ-৬ আসনসহ সমগ্র দেশে কোন নির্বাচনী পরিস্থিতি নেই। সর্বত্র সন্ত্রাস, অস্ত্রবাজী পুলিশী হামলা ও নির্যাতনের এক বিভৎসচিত্র ফুটে উঠেছে বিএনপি ও ২০দলীয় জোট নেতাকর্মীদের উপর।

দেশে এক দানব শক্তির উদয় হয়েছে। আত্রাই ও রানীনগরে অসুর ও রাক্ষুস শক্তির উত্থান ঘটেছে। একদিকে হেলমেট ধারী প্রাইভেট বাহিনী যার অধিকাংশ পুলিশের তালিকাভুক্ত অস্ত্রধারী সন্ত্রাসী, পুলিশ, র‌্যাব, প্রাইভেট বাহিনী একত্রে হুমকি, ত্রাস, মারধর, জখম, ক্রাস, ভাংচুর গ্রেফতার চালাচ্ছে। ভোটের পর পর্যন্ত এলাকা ছাড়ার নির্দেশ দিচ্ছে। ক্রস ফায়ার, জীবন নাশ, গ্রেফতার আতংকে বহু সেন্টারে পুলিং এজেন্ট পাওয়া এখন দুরহ হয়ে উঠেছে।

তিনি আরও বলেন, আত্রাইয়ে ভোটের সেন্টার এজেন্টদের নিয়ে আমার মিটিং শেষে ফেরার পথে আমার গাড়ীর উপর হামলা করে। নৌকার পতাকা লাগিয়ে সদ্য জেল ফেরত সন্ত্রাসী দ্বিতীয় দফা দুইটি গাড়ীর উপর হামলা করে মাইক্রোবাস গাড়ীটির সমস্ত গ্লাস ভেঙ্গে ফেলে। এসময় কাশিমপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ও ইউপি সদস্য মুনজুর হোসেন মঞ্জু ও গোনা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সুইট নামের দুইজন বিএনপি নেতা গুরুতর আহতসহ ১০জন নেতাকর্মী আহত হয়। আত্রাই কর্মীসভায় আমি বলেছিলাম ও আশা প্রকাশ করেছিলাম, দেশ প্রেমিক সেনাবাহিনী নির্বাচনে দায়িত্ব পালনে এগিয়ে এলে পরিস্থিতি বদলে যাবে।

সেনাবাহিনীর পক্ষে কথা বলায় আমার প্রাণ নাশের চেষ্টা করা হয়। মনে হয় দেশে এখন গুন্ডা শাসনই আশংকাজনক ভাবে বড় হয়ে উঠেছে। নির্বাচনের পরিবেশ নাই। সরকারই বিভিন্ন বাহিনীর মাধ্যমে তা নষ্ট করেছে।

তিনি বলেন, এপর্যন্ত আত্রাই ও রানীনগর এলাকায় ৪২জনকে গ্রেফতার, নির্বাচনী অফিস ভাংচুর ২৪টি, ৫৫ জন নেতাকর্মীকে মারপিট করে আহত এবং প্রায় ৫ শতাধিক নেতাকর্মীকে র‌্যাব, পুলিশ ও হেলমেট বাহিনী ক্রসফায়ারের ভয় দেখিয়ে এলাকা ছাড়া করেছেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র নাজমুল হক সনি, আত্রাই উপজেলা বিএনপির আহবায়ক শেখ রেজাউল ইসলাম, রানীনগর থানা বিএনপির সাবেক আহবায়ক নজরুল ইসলাম, আত্রাই যুবদলের সভাপতি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রুনজু, বিএনপি নেতা আব্দুল মান্নান, ইয়াকুব আলী মজনু, রানীনগর থান বিএনপির যুগ্ম সম্পাদক মোশাবর হোসেনসহ শতাধিক বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(বিএম/এসপি/ডিসেম্বর ২৬, ২০১৮)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test