E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কেন্দুয়ায় এক মঞ্চে নৌকার বিজয় শপথ নিল আ.লীগ

২০১৮ ডিসেম্বর ২৬ ২২:৫৫:৩১
কেন্দুয়ায় এক মঞ্চে নৌকার বিজয় শপথ নিল আ.লীগ

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) নির্বাচনী এলাকায় নৌকার বিজয় শপথ নিল ঐক্যবদ্ধ আওয়ামীলীগ। ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বুধবার বিকেলে অনুষ্ঠিত আওয়ামীলীগের এক বিশাল জনসমাবেশে আওয়ামীলীগের প্রার্থী অসীম কুমার উকিলকে সঙ্গে নিয়ে এ শপথ নেন আওয়ামীলীগ নেতারা।

কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ বিশাল নির্বাচনী জনসমাবেশে সভাপতিত্ব করেন, কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: নূরুল ইসলাম।

উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী ও পৌর আওয়ামীলীগের সভাপতি কামরুল হাসান ভূঞার পরিচালনায় এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক নব্বইর গণ আন্দোলনের অন্যতম নেতা নেত্রকোনা-৩ আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী অসীম কুমার উকিল বলেন, বি.এন.পি প্রার্থী রফিক হিলালী নির্বাচনী মাঠে নেই। তারা নির্বাচন বানচালের জন্য বি.এন.পি জামায়াত ও ঐক্যফ্রন্ট জোট নেতারা গভীর ষড়যন্ত্র করছে। ভোট কিনতে কালো টাকা বিতরন করতে গিয়ে গ্রেফতারও হচ্ছে।

তিনি বলেন, তাদের কাছ থেকে সতর্ক থাকতে হবে। ৩০ ডিসেম্বরের নির্বাচনকে সামনে রেখে আজ আমরা ঐক্যবদ্ধ। আমি সকলের কাছেই নৌকা মার্কার একটি ভোট চাই। নৌকা মার্কায় একটি ভোট পেলে এম.পি নির্বাচিত হয়ে আমার স্ত্রী অপু উকিলকে সঙ্গে নিয়ে দুজনের মিলে চার হাতে এলাকার সব উন্নয়ন কাজ করব।

অসীম উকিল বি.এন.পির প্রার্থী রফিক হিলালীর সমালোচনা করে বলেন, ১০ ট্রাক অস্ত্র ও গ্রেনেট হামলা মামলায় দন্ড প্রাপ্ত হয়ে লন্ডনে পালিয়ে বেড়াচ্ছে তারেক রহমান, আর এখানে রফিক হিলালী ছাঁদের ওপরে বসে আওয়ামীলীগের মিছিলে গুলি ছুড়ে, যেমন গুরু তেমন শিষ্য। অসীম উকিল বলেন, কেন্দুয়া আটপাড়া নির্বাচনী এলাকা সহ নেত্রকোনা জেলাকে উন্নয়নের মহাসড়কে তুলে নিতে চাই।

সমাবেশে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন সাবেক এম.পি মঞ্জুর কাদের কোরাইশী, সাবেক এম.পি অধ্যাপক অপু উকিল, ঢাকা বারের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা এডভোকেট মো: সাইদুর রহমান মানিক, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা নাগিবুল ইসলাম দীপু, এডভোকেট আব্দুল মতিন, নেত্রকোনা জেলা আওয়ামীলীগের সভাপতি মো: মতিয়র রহমান, যুগ্ম সম্পাদক নূর খান মিঠু, নেত্রকোনা সদর আওয়ামীলীগের সাধারন সম্পাদক জি.এম. খান পাঠান বিমল, পৌর মেয়র মো: আসাদুল হক ভূঞা, ভাইস চেয়ারম্যান, মো: মোফাজ্জল হোসেন ভূঞা, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা রোজি, ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক হুমায়ুন কবীর চৌধুরী প্রমুখ।

জনসমাবেশে মঞ্জুর কাদের কোরাইশী বলেন, আমরা আজ নৌকার পক্ষে ঐক্যবদ্ধ।

সাইদুর রহমান মানিক বলেন, অসীম উকিল সহ আমরা ২৪ জন মনোনয়ন চেয়েছিলাম, নেত্রী অসীম কুমার উকিলকে মনোনয়ন দেয়ার পর আমরা সব নদী সাগরে এসে মিশেছি। অসীম কুমার একটি সাগর, একটি আদর্শ।

নাগিবুল ইসলাম দীপু বলেন, অসীম কুমার উকিলকে নৌকায় ভোট দিন, তিনি এম.পি হলেই হবেন মন্ত্রী। এডভোকেট আব্দুল মতিন বলেন, অসীম কুমার উকিল তার রাজনৈতিক জীবনে ইতিহাস গড়েছেন। ছাত্রজীবন থেকে শুরু করে ধাপে ধাপে তিনি সৎ ও আদর্শের রাজনীতিতে পাকাপুক্ত হয়েছেন।

সমাবেশে উপস্থিত হাজার হাজার দলীয় নেতাকর্মী সমর্থক ও সাধারন নারী পুরুষ ভোটারদের সকলে ঐক্যবদ্ধ হয়ে হাত তুলে নৌকা মার্কায় ভোট দেয়ার অঙ্গীকার করলে উপস্থিত হাজার হাজার জনতা হাত তুলে নৌকা মার্কায় ভোট দেয়ার অঙ্গীকার করেন।

এ নির্বাচনী জনসমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই কেন্দুয়া উপজেলার পৌরসভা ও ১৩ টি ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে নৌকা প্রতীক তৈরি করে বিভিন্ন বাদ্য বাজনা সহকারে নৌকা নৌকা মিছিল ধরে জমায়েত হতে থাকে। বেলা ২ টার দিকে খেলার মাঠটি কানায় কানায় ভরে যায়।

(এসবি/এসপি/ডিসেম্বর ২৬, ২০১৮)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test