E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আশিতে বর্ষিয়াণ নেতা শরীফ 

ডিসেম্বরে আবারো হাসতে চান বিজয়ের শেষ হাসি 

২০১৮ ডিসেম্বর ২৭ ১৬:১৭:১৭
ডিসেম্বরে আবারো হাসতে চান বিজয়ের শেষ হাসি 

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনা-৪ আসনে আওয়ামী লীগের বর্ষিয়াণ প্রার্থী ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিসেম্বরেই আবারো হাসতে চান বিজয়ের শেষ হাসি। জেলা আওয়ামী লীগের সভাপতি এলাকার ডিলু ভাইয়ের বয়স প্রায় ৮০ বছর। একাদশ নির্বাচনসহ ৭টি নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। আলোচিত ১৯৭৯ ও ১৯৮৬ সালের ভোটারবিহীন নির্বাচন ছাড়া ১৯৯৬ হতে পর পর ৪ বার বিজয়ী হয়েছেন। ফলে সুদীর্ঘ রাজনৈতিক জীবনের চড়াই-উতরাইয়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবারেও নির্বাচনে বিজয়ের শেষ হাসিটা তিনিই হাসতে চান।

পাবনা জেলা স্কুলের ছাত্র হ্যাফপ্যান্ট পড়া অবস্থায় ভাষা আন্দোলনের মাধ্যমে রাজপথে পদার্পণ। এরপর ১৯৬২ এর ছাত্র আন্দোলন, ১৯৬৬ এর ছয় দফা এবং ১৯৬৯ এর গণঅভ্যুত্থানে তিনি ছিলেন রাজপথের লড়াকু সৈনিক। ১৯৭১ সালে মুক্তিকামী তরুণদের সংগঠিত করে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েন। স্বাধীনতাত্তোর বাংলাদেশে পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার পর হতে বিগত তত্ত্বাবধায়ক সরকার আমল পর্যন্ত ৭ বছর তিনি কারারুদ্ধ থেকে নির্যাতিত ও নিপীড়িত হয়েছেন। তাঁর ও পরিবারের সদস্যদের উপর হামলার ঘটনাও ঘটেছে একাধিকবার। ব্যক্তিজীবনে তাঁর ১০ সন্তানের মধ্যে দ্বিতীয় পুত্র সড়ক দুর্ঘটনায় নিহত হয়। সুখে-দুঃখে স্ত্রী কামরুন্নাহার শরীফ সংসার আগলে রাখার পাশাপাশি রাজনীতিতেও নজিরবিহীনভাবে সহযোগিতা করে চলেছেন।

তিনি এলাকার পাকারাস্তা, কার্লভাট, স্কুল-কলেজ প্রতিষ্ঠা ও উন্নয়ন, শতভাগ বিদ্যুত, মসজিদ, মন্দির, গোরস্তান, শ্মসান প্রতিষ্ঠা ও উন্নয়ন,পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও ইপিজেড প্রতিষ্ঠার উদ্যোগ, সাঁড়ায় নদীভাঙ্গণ রোধে বাঁধ নির্মাণসহ ঈশ্বরদী ও আটঘোড়িয়ায় ব্যাপক উন্নয়ন সাধন করেছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে এলাকায় চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চান। ঈশ্বরদী রেলগেটে ফ্লাইওভার নির্মাণ, সরকারি কলেজে মাষ্টার্স কোর্স চালু, মহিলা কলেজ সরকারিকরন, আটঘোড়িয়ায় কৃষি কলেজ প্রতিষ্ঠা, ভারতগামী মৈত্রি এক্সপ্রেস ট্রেনে ঈশ্বরদীতে যাত্রী উঠানামার ব্যবস্থা, পাবলিক লাইব্রেরী প্রতিষ্ঠা, জংশন স্টেশন রিমডেলিং, ষ্টেডিয়ামের উন্নয়ন, বিএনপি-জামাত জোট সরকারের আমলে বন্ধ করে দেয়া পাকশী পেপার মিল এবং বিমানবন্দর চালুসহ এলাকার সকল গ্রামকে শহরে পরিণত করার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্য নিয়েই তিনি এবারে নির্বাচনী মাঠ চষে বেরাচ্ছেন।

মন্ত্রী শামসুর রহমান শরীফ বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃর্ত্বে ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্নে এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জাতি আজ আবারো নৌকা মার্কার পক্ষে ঝাপিয়ে পড়েছে। অর্থনৈতিক মুক্তি অর্জনের লক্ষ্যে মানবতার মা শেখ হাসিনার নের্তৃত্বে ৩০শে ডিসেম্বর মুক্তিযদ্ধের শেষ অধ্যায় রচিত হতে চলেছে। বিজয়ের মাসে পাবনার ৫টি আসনই এবারে নেত্রীকে উপহার দিতে পারব বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ভুমিমন্ত্রী শামসুর রহমান শরীফের নৌকা বিজয়ী করতে দলীয় সকল স্তরের নেতা-কর্মী ছাড়াও পেশাজীবিরাও এবারে প্রচারণায়। পাশাপাশি বিএনপি প্রার্থি হাবিবুর রহমান হাবিব অর্ন্তদলীয় কোন্দলে পৌর এলাকাসহ অনেক জায়গায় এখনও পোষ্টারই দিতে পারেননি। তাই এলাকার ভোটাররা ধরেই নিযেছেন ৩০শে ডিসেম্বর বিজয়ের শেষ হাসিটা তাদের প্রিয় ডিলু ভাই হাসবেন।

(এসকেকে/এসপি/ডিসেম্বর ২৭, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test