E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মদনে ৪০ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

২০১৮ ডিসেম্বর ২৭ ১৬:১৯:১৮
মদনে ৪০ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

মদন (নেত্রকোনা) প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনার মদন পৌরসভাসহ উপজেলার ৮টি ইউনিয়নে ১লাখ১০হাজার৬শ১০ভোটারের বিপরীতে ভোট কেন্দ্রের সংখ্যা ৪৫টি। এর মধ্যে ৪০ টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। সংসদ নির্বাচনে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সুষ্টু ভাবে ভোট গ্রহণের লক্ষে সহকারি রির্টানিং কর্মকর্তা ও ইউএনও এবং ওসি কেন্দ্রগুলো পরিদর্শন করে তালিকা তৈরী করেছে।

এর মধ্যে অধিক ঝুপিূর্ণ কেন্দ্রগুলো হলো-মদন শহীদ স্মরণিকা বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়,সরকারি হাজি আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ, জাহাঙ্গীরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, জঙ্গল টেংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়,কেশজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাঁসকুড়ি মৈধাম শহীদ কদ্দুছসরকারি প্রাথমিক বিদ্যালয়, কুলিয়াটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাইকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোবিন্দশ্রী উচ্চ বিদ্যালয়, বারঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মনিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পদশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাঘান সরকারি প্রাথমিক বিদ্যালয়, এ ইউ খন্দকার সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘাটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চৌধুরী তালে হোসেন মিছিলজান একাডেমী, মান্দারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিবপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নায়েকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজতলা নোয়াগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাছ আলমশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দেওসহিলা সরকারি পাথমিক বিদ্যালয়।

সহকারি রির্টানিং কর্মকর্তা ও ইউএনও মোঃ ওয়ালীউল হাসান জানান, অবাধ,সুষ্টু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষে যাবতীয় আয়োজন সম্পন্ন হয়েছে। ঝুঁকিপূর্ণ্য ও অধিক ঝুঁকিপূর্ণ্য কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা মূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। তাছাড়া, এসব কেন্দ্রের আশপাশেই স্ট্রাইকিং র্ফোস দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য মোতায়েন থাকবে।

(এএমএ/এসপি/ডিসেম্বর ২৭, ২০১৮)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test