E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে সুষ্ঠু ভোট গ্রহণ নিয়ে শঙ্কা বিএনপি প্রার্থীর  

২০১৮ ডিসেম্বর ২৭ ১৬:৫৫:১১
জামালপুরে সুষ্ঠু ভোট গ্রহণ নিয়ে শঙ্কা বিএনপি প্রার্থীর  

জামালপুর প্রতিনিধি : বিএনপির প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ও নেতা-কর্মীদের বাড়ি-ঘর হামলা-ভাংচুর ও মিথ্যা মামলা গ্রেফতার অব্যাহত থাকায় দলীয় নেতা-কর্মী ও সমর্থকসহ ভোটারদের মাঝে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা দেখা দিয়েছে বলে অভিযোগ করেছেন জামালপুর-৫ (সদর) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাড. ওয়ারেছ আলী মামুন।

তিনি বৃহস্পতিবার সকালে শহরের সর্দারপাড়ায় নিজ নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন। এসময় দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করে বলেন, আওয়ামীলীগ ও যুবলীগের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে সাংবাদিক কোটায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড প্রদানের পায়তারা চলছে। যা ভোট কেন্দ্রে মারাতœকভাবে প্রভাব পড়বে।

সংবাদ সম্মেলনে বিএনপির প্রার্থী মামুন উল্লেখ করেন, সদর উপজেলার কেন্দুয়া, ঘোড়াধাপ, তুলশীচর, রশিদপুরও পৌর এলাকার রামনগরসহ বিভিন্ন ইউনিয়নের ৫টি নির্বাচনী প্রচার ক্যাম্পসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীদের বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর-লুটপাট এবং ২ শতাধিক নেতা-কর্মীদের বিরদ্ধে প্রায় ১০টি গায়েবী মামলা দায়েরসহ অসংখ্য নেতা-কর্মীদের গ্রেফতার করা হয়েছে। এসব বিষয়ে রিটানিং অফিসারের কাছে বার বার লিখিত ও মৌখিক অভিযোগ করার পরও কোন ব্যবস্থা না নেয়ায় নৌকার প্রার্থীর কর্মী-সমর্থকদের সন্ত্রাসী কর্মকান্ড অব্যাহত রয়েছে। যা প্রত্যাশিত সুষ্ঠু নির্বাচনের জন্য প্রধান অন্তরায় বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে জাতীয় পার্টি (মনজু) জেপির প্রার্থী অ্যাড. বাবর আলী খান ও বাংলাদেশ মুসলিমলীগের প্রার্থী আল আমিন জু রহমান আওয়ামীলীগ নেতা-কর্মীরা তাদের উপর হামলা ও নির্বাচনী কাজে বাঁধা দেয়ার অভিযোগ করেন।

(আরআর/এসপি/ডিসেম্বর ২৭, ২০১৮)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test