E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় ইভিএম মেশিনে প্রতীকী ভোট দান

২০১৮ ডিসেম্বর ২৭ ১৮:৫৮:৫৩
সাতক্ষীরায় ইভিএম মেশিনে প্রতীকী ভোট দান

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা- ২ সংসদীয় আসনের সকল কেন্দ্রে বৃহষ্পতিবার সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত ইভিএম মেশিনে প্রতীকি ভোট গ্রহণ অনুষ্ঠিত  হয়েছে। প্রতীকি ভোট প্রদান শেষে অনেকেই এ ব্যাবস্থাকে আধুনিক ও সময় উপযোগী বলে দাবি করেছেন।

সাতক্ষীরা জেলা রিটার্ণিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, সাতক্ষীরা সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে সাতক্ষীরা-২ আসন গঠিত। প্রথমবারের মত ১৩৭টি কেন্দ্রে ৬৯৮টি বুথে সেনাবাহিনীর তত্বাবধানে ৩লাখ ৫৬ হাজার ২৬৯জন ভোটার ইভিএমে ভোট প্রদান করবেন ।

সাতক্ষীরা জেলা রিটার্ণিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তার পক্ষ থেকে সাতক্ষীরা সদর উপজেলার ১৪াট ইউনিয়ন ও একটি পৌরসভায় গত ৯ ডিসেম্বর থেকে ইভিএমে ভোট দিতে জোরে-শোরে প্রশিক্ষণ দেয়ার কাজ শুরু হয়। প্রশিক্ষণ নেওয়ার পর তারা বৃহষ্পতিবার সকালে প্রতীকি ভোট দিতে এসে এ ভোট আধুনিক ও উপযোগী বলে দাবি করেছেন। ভোট গহণের সঙ্গে যুক্ত সকলেই ভোটারদের সঙ্গে সহমত পোষণ করেছেন। প্রথমে জটিল মনে হলেও প্রশিক্ষণের পরে ইভিএমে ভোট দেয়াকে সহজ মনে করছেন সবাই। যা’র বাস্তবে প্রতিফলন ঘটেছে আজই।

সূত্রটি আরো জানায়,একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরাসহ দেশের ছয়টি আসনে ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। রিটার্ণিং অফিসার ও জেলা নির্বাচন কমিশনার এর পক্ষ থেকে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ও সাতক্ষীরা পৌরসভা এলাকায় ইভিম সম্পর্কে অবহিত করা হয় ভোটারদের। ৫ ডিসেম্বর সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে ইভিএম যন্ত্রের সঙ্গে পরিচয় ঘটিয়েছেন সংশ্লিষ্ট রিটার্ণিং অফিসার এসএম মোস্তফা কামাল। ৯ ডিসেম্বর থেকে নির্বাচন কমিশনের কারিগরী বিশেষজ্ঞরা বিভিন্ন ইউনিয়নে ও পৌরসভায় ভোটারদের প্রশিক্ষণ দেয়া শুরু করেন।

ভোটাররা জানান, এই প্রযুক্তি নির্বাচনে ব্যবহারের মাধ্যমে ১০টি সুবিধা পাওয়া যাবে। এর মধ্যে ভোটগ্রহণের আগে মেশিন চালু না হওয়া ও মেশিন ছিনতাই হলেও অবৈধ ভোটদান বন্ধ, পাসওর্য়াড সুরক্ষিত থাকায় অনুমোদিত ব্যক্তির বাইরে মেশিন চালু করা সম্ভব নয়। ভোট শুরুর আগে-পরে শূন্য ভোটিং ও প্রিন্টিং করার সুবিধা। স্বয়ংক্রীয়ভাবে ফলাফল প্রিন্ট, ঘোষণা ও বিতরণ করার ব্যবস্থা। ভোট সম্পন্ন হওয়ার পর ভোটারের সন্তুষ্টির জন্য ধন্যবাদ শব্দ যুক্ত করা হয়েছে এই ইভিএমে।

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫নং বুথে বৃহষ্পতিবার সকাল ১০টা থেকে প্রতীকী ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল চারটা পর্যন্ত। একইভাবে সাতক্ষীরা সদর উপজেলার সকল কেন্দ্রে সেনা বাহিনীর তত্বাবধায়নে ভোট গ্রহণের কাজ চলে বিকেল চারটা পর্যন্ত। প্রতীকি ভোট দিতে ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল কায়দায় ভোট দেয়ার কথা ভেবে আনন্দিত সকল ধরণের ভোটারা। এছাড়া ব্যালট পেপারের জটিলতার চেয়ে ইভিএমে ভোট দেয়াকে অনেক সহজ মনে করছেন বয়স্ক ভোটাররা। ভোটকেন্দ্রে সকাল থেকে ভোটারদের উপস্থিতি তেমনভাবে পরিলক্ষিত হয়নি। তবে যারা ভোট দিতে আসেননি তাদের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা ৩০ আগষ্ট ভোট দেবেন।

সাতক্ষীরা সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রের ৫নং ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ইউনুছ আলী জানান, তাদের কেন্দ্র ৩১ জন প্রতীকি ভোট দিয়ে হাসি খুশিতে বাড়ি চলে গেছেন।

সাতক্ষীরা জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল জানান, ইভিম একটি আধুনিক প্রযুক্তি। ধাপে ধাপে প্রশিক্ষণ দিয়ে সচেতন করা হয়। প্রতীকী ভোটে সকলেই তাদের ভোট সম্পর্কে ওয়াকিবহল হয়েছে। এক একটি কেন্দ্রে ডবল ইভিএম মেশিন আনা হয়েছে যাতে বিকল হলে সমস্যায় পড়তে না হয়। বাংলাদেশের নির্বাচনী ইতহাসে এটি একটি বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে। সাতক্ষীরার মানুষেরা নতুন অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছে। এর অভিজ্ঞতাটি যদি মানুষের মাঝে প্রতিষ্ঠিত করতে পারি তা হলে আমরা একটি উন্নত রাষ্ট্রের স্বপ্ন দেখতে পারবো।

(আরকে/এসপি/ডিসেম্বর ২৭, ২০১৮)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test