E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

‘নৌকায় ভোট দিলে দেশের সার্বিক উন্নয়ন হয়’

২০১৮ ডিসেম্বর ২৭ ১৯:১০:৪৭
‘নৌকায় ভোট দিলে দেশের সার্বিক উন্নয়ন হয়’

রঞ্জন কৃষ্ণ পন্ডিত, টাঙ্গাইল : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে টাঙ্গাইলের ১২টি উপজেলার ৮ আসনের জনগনের কাছে নৌকায় ভোট প্রার্থনা করেছেন। 

প্রধানমন্ত্রী বলেন, নৌকায় ভোট দিলে দেশের সার্বিক উন্নয়ন হয়। আওয়ামী লীগ সরকার গ্রামকে শহরে পরিণত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট প্রার্থনা করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা আওয়ামী লীগের উদ্যোগে এ ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়।

টাঙ্গাইলের সকল আসনের আওয়ামী লীগ প্রার্থীদের সমর্থনে জনসভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নির্বাচনী জনসভায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং নৌকা মার্কায় ভোট চান।

এ সময় টাঙ্গাইল প্রান্তে উপস্থিত ছিলেনÑ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলির সদস্য ও টাঙ্গাইল-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী ড. আব্দুর রাজ্জাক, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইল-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী তানভীর হাসান ছোটমনি, টাঙ্গাইল-৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী আতাউর রহমান খান, টাঙ্গাইল-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী হাছান ইমান খান হোসেল হাজারী, টাঙ্গাইল-৫ আসনের আওয়ামী লীগের প্রার্থী ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-৬ আসনের আওয়ামী লীগের প্রার্থী আহসানুল ইসলাম টিটু, টাঙ্গাইল-৮ আসনের আওয়ামী লীগের প্রার্থী জোয়াহেরুল ইসলাম জোয়াহের প্রমুখ উপস্থিত ছিলেন।

(আরকেপি/এসপি/ডিসেম্বর ২৭, ২০১৮)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test