E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নেত্রকোনা-৩ 

নৌকার প্রচারে সরবে অসীম, ধানের শীষে গোপনে হিলালী

২০১৮ ডিসেম্বর ২৭ ২৩:৪১:৩৬
নৌকার প্রচারে সরবে অসীম, ধানের শীষে গোপনে হিলালী

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগ তথা মহাজোট মনোনীত প্রার্থী বাংলাদেশ আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল নৌকার প্রচারে ছিলেন সরব। ১৫৯ নেত্রকোনা-৩ আসনটি কেন্দুয়া ও আটপাড়া উপজেলা নিয়ে গঠিত। মনোনয়নপত্র জমা দেয়ার পর থেকেই দলীয় নেতাকর্মীদের সঙ্গে বিভিন্ন ইউনিয়নে যোগাযোগ শুরু করেন অসীম কুমার উকিল। 

নির্বাচন কমিশন প্রতীক বরাদ্দের পর নৌকা প্রতীক পেয়ে অসীম কুমার উকিল দুই উপজেলায় দলীয় নেতাকর্মীদের নিয়ে সরবে প্রচারণায় নামেন। পাশাপাশি স্বামীর নৌকা প্রতীকৈর প্রচারনায় কোমড় বেঁধে মাঠে নামেন বাংলাদেশ যুব মহিলালীগের সাধারন সম্পাদক সাবেক এম.পি অধ্যাপক অপু উকিল। কিন্তু একেবারেই প্রচারে নেই বি.এন.পি জামায়াত জোটের প্রার্থী রফিকুল ইসলাম হিলালী। তিনি ১ দিনের জন্যও নির্বাচনী প্রচারণায় নামেননি। কেন্দুয়া উপজেলায় ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়নে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৯১টি। এই ৯১টি কেন্দ্রের অধীনে ২ লাখ ২৫ হাজার ৪৩২ জন ভোটার রয়েছে।

এর মধ্যে কেন্দুয়ায় পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ১৩ হাজার ৬৩৮ এবং মহিলা ভোটারের সংখ্যা ১ লাখ ১১ হাজার ৭৯৪ জন। অপর দিকে আটপাড়া উপজেলা সদর সহ ৭টি ইউনিয়নে মোট ভোটারের সংখ্যা ১ লাখ ৯ হাজার ২১ জন। এর মধ্যে পুরুষ ৫৪ হাজার ৫০৭ এবং মহিলা ৫৪ হাজার ৫১৪ জন রয়েছে। কেন্দুয়ায় গত সংসদ নির্বাচনের পর নতুন ভোটারের সংখ্যা রয়েছে ৩২ হাজার ৬৯০ জন।

আওয়ামীলীগের কেন্দুয়া উপজেলার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও নেত্রকোনা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা জানান, নৌকা প্রতীক বরাদ্দ পেয়ে অসীম কুমার উকিল অগ্রীম কর্মপরিকল্পনা করে কেন্দ্র ভিত্তিক প্রচারনা চালান দলীয় নেতাকর্মীদের নিয়ে। তিনি বলেন, শুধু অসীম কুমার উকিলই নয় তার সহধর্মীনি সাবেক এম.পি অধ্যাপক অপু উকিলও অগ্রীম কর্মপরিকল্পনা করে কেন্দ্র ভিত্তিক প্রচারনা চালিয়েছেন।

কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: নূরুল ইসলাম ও আটপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী খায়রুল ইসলাম বলেন, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অসীম কুমার উকিল প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত দলীয় নেতাকর্মীদের নিয়ে নৌকায় ভোট চেয়ে সবকটি কেন্দ্রভিত্তিক পথসভা করেছেন। তাকে সহযোগিতা করেছেন তার সহধর্মীনি অধ্যাপক অপু উকিল।

নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও দুই উপজেলার আওয়ামীলীগের সভাপতিদ্বয় অভিযোগ করে বলেন, নির্বাচন বিজয়ের লক্ষ্যে অসীম কুমার উকিল প্রচারনায় ব্যস্ত থাকলেও বি.এন.পি জামায়াত ও ঐক্যফ্রন্টের প্রার্থী রফিকুল ইসলাম হিলালী এক দিনের জন্যও নির্বাচনী প্রচারণায় না নেমে গোপনে গোপনে নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ১২ ডিসেম্বর আটপাড়া উপজেলায় যুবলীগের মিছিলে রফিক হিলালীর নির্দেশে পেট্রোল বোমা ছুড়া হয়। এতে যুবলীগের সভাপতি নিজাম ইয়ার খান সহ ৭ জন আহত হয়। এর প্রতিবাদে ওই দিন রাতে কেন্দুয়া উপজেলা সদরে যুবলীগ ও ছাত্রলীগের একটি প্রতিবাদ মিছিলে রফিক হিলালী তার বাসার ছাঁদের ওপর থেকে একের পর এক গুলি ছুড়তে থাকে। এ ঘটনার পর থেকেই রফিক হিলালী গোপনে চলে যায়।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক বি.এন.পির প্রথম সাড়ির কয়েকজন নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রথমত বি.এন.পির প্রার্থী মনোনয়নটাই সঠিক ছিলনা। স্থানীয় বি.এন.পির প্রভাবশালী ও জনপ্রিয় নেতা উপজেলা বি.এন.পির সাধারন সম্পাদক ও সদ্য পদত্যাগকারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: দেলোয়ার হোসেন ভূঞা দলের মনোনয়ন পেলে এরকম বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হতো না।

প্রচারনায় নেই কেন এ বিষয়ে জানতে বৃহস্পতিবার বিকেলে মোবাইল ফোনে যোগাযোগ করেও রফিক হিলালীর বক্তব্য পাওয়া যায়নি। তবে তিনি জেলার সংবাদ কর্মীদের ডেকে ৩দিন আগে একটি সংবাদ সম্মেলন করে অভিযোগ তুলেছেন তাকে প্রচারনায় বাঁধা দেয়া হচ্ছে। হয়রানি করা হচ্ছে পুলিশ দিয়ে।

এদিকে রফিকুল ইসলাম হিলালীর সন্ত্রাসী কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অসীম কুমার উকিল বুধবার কেন্দুয়া খেলার মাঠে বিশাল জনসভায় প্রকাশ্যে বলেছেন, বি.এন.পি নেত্রী খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাত করে কারাগারে। তার ছেলে তারেক রহমান ১০ ট্রাক অস্ত্র ও ২১ আগস্ট গ্রেনেট হামলা এবং মানি লন্ডারীং মামলায় দন্ডপ্রাপ্ত হয়ে লন্ডনে পালিয়ে বেড়াচ্ছে।

তিনি বলেন, শুনেছি রফিক হিলালী এই তারেক রহমানের শিষ্য। আসলে যেমন গুরু তেমন শিষ্য। রফিক হিলালী চেয়েছিল কেন্দুয়া ও আটপাড়ায় সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে মিছিলে পেট্রোল বোমা ও গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে মাঠ দখল করতে। কিন্তু শান্তিপ্রিয় জনগণ তা প্রত্যাখ্যান করেছে। যে কারনে প্রকাশ্যে প্রচারে না নেমে গোপনে গোপনে এখনও ষড়যন্ত্র করছে।

এদিকে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নিজে নির্বাচন থেকে সরে গিয়ে লাঙল প্রতীকের সমর্থন নৌকাকে দিয়ে ঘরে ঘরে নৌকার ভোট চাইছেন। নির্বাচনী প্রচারে বৃহস্পতিবার বিকালে উপজেলা সদরে দলীয় নেতাকর্মীদের নিয়ে পাখা প্রতীকের সমর্থনে গনসংযোগ করেন পীর সাহেব চরমোনাই মনোনীত ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য প্রার্থী মো: জাকির হোসেন।

বিকালে উপজেলা সদরে গণসংযোগে এসে তিনি ভোটারদের কাছে পাখা প্রতীকে ভোট চান। এসময় জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনী প্রচারনার ক্ষেত্রে কোন বাঁধা বিঘ্ন তাকে প্রশাসন অথবা কোন দলের পক্ষ থেকে দেয়া হয়নি।

এছাড়া কাস্তে প্রতীকে মিছিল বের করেন বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি (সি.পি.বি) বাম গণতান্ত্রীক জোট মনোনীত কমরেড প্রিন্সিপাল আনোয়ার হোসেন।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের ভিশন ৭১ বাস্তবায়নে জোট মহাজোটের বাইরে কাস্তে প্রতীক নিয়ে নির্বাচন করছি।

এছাড়া ইসলামী ঐক্যজোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান ও নেজামে ইসলাম পার্টির সহ-সভাপতি অধ্যাপক এহতেশাম সারওয়ার মিনার প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে প্রচারনায় ব্যস্ত রয়েছেন।

নির্বাচনী মাঠে প্রচার প্রচারনায় ও জনপ্রিয়তায় অপ্রতিদ্বন্দি আওয়ামীলীগ প্রার্থী অসীম কুমার উকিল নৌকা প্রতীক নিয়ে বিজয়ের পথে এগিয়ে যাচ্ছেন, আটপাড়া নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়কের দায়িত্বে থাকা অসীম কুমার উকিলের স্ত্রী অধ্যাপক অপু উকিল বলেন, শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকান্ডের ধারা অব্যাহত রাখতেই সকলে মিলে ভোট দিয়ে নৌকা মার্কার প্রার্থী অসীম উকিলকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করবে জনগণ।

(এসবি/এসপি/ডিসেম্বর ২৭, ২০১৮)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test