E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিদ্যুতের আলোয় আলেকিত বরগুনাসহ দক্ষিণ উপকূল

২০১৮ ডিসেম্বর ২৭ ২৩:৪৯:২০
বিদ্যুতের আলোয় আলেকিত বরগুনাসহ দক্ষিণ উপকূল

অমল তালুকদার, বরগুনা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের প্রতিশ্রুত অসংখ্য উন্নয়নের মধ্যে গ্রামের ঘরে ঘরে বিদ্যুতায়ন প্রকল্পটি ব্যাপক প্রসংসিত হয়েছে বরগুনা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে। সারাদেশের ন্যায় বরগুনাতেও প্রায় ৯০ ভাগ মানুষ এই বিদ্যুতায়নের আওতায় এসেছে বলে জানা গেছে।

দেশের দ্বিতীয় মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটায় অবস্থিত। এখানে রয়েছে অসংখ্য বরফকল। একটা সময় ছিল, যখন পিডিবির আওতায় কিছ এলাকায় বিদ্যুৎ সংযোগ থাকলেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ মিলত না। আ.লীগ ক্ষমতায় আসার পর বদলে গেছে সে চিত্র। পিডিবি থেকে পল্লিবিদ্যুৎ প্রকল্পে চলে যাওয়ার পর গ্রামের ঘরগুলো আজ আলোকিত হয়েছে।

শুধুমাত্র পাথরঘাটা এক উপজেলার চিত্রে ই দেখা গেছে, ৯৫ভাগ মানুষ আজ বিদ্যুতায়নের আওতায় এসেছে। পিরোজপুর পল্লিবিদ্যুৎ অফিস সূত্রে জানাগেছে,২০০১ থেকে ২০০৮ পর্যন্ত ৯২.৩০ কি.মি.বিদ্যুৎ সংযোগ দেয়া হয়। যার মিটার সংখ্যা ২৩৩১টি। ২০০৯ থেকে ২০১৮ পর্যন্ত ৬৫৩.৬কি.মি.বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। যার মিটার সংখ্যা ৩০,২৬৩টি।

স্থানীয় সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন জানান,বর্তমানেও ৩৩০কি.মি.নতুন বিদ্যুৎ লাইনের কাজ চলমান রয়েছে।যা সম্পন্ন হলে প্রায় ৯৫ শতাংশ পরিবার বিদ্যুতের আওতায় চলে আসবে।

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আ.লীগ সরকারের নানা উন্নয়নের ফিরিস্তি তুলে ধরছেন জেলার দুটি আসনের ২ প্রার্থী। মানুষের মুল্যায়নে এপর্যন্ত যতগুলো সরকার এসেছে; তার মধ্যে জনগনের সরকার ছিল একমাত্র শেখ হাসিনার সরকার । বাকি যারা ছিল তারা নিজেদের আখের গোছাতে ব্যস্ত ছিলেন বলে জানালেন পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন।

বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বলেন,একটা সময় ছিল যখন আমাদের জেলেরা বরফের অভাবে সমুদ্রে যেতে পারত না। বিদ্যুতের ঘাটতির কারনে বরফকলে বরফ জমাট বাঁধত না। বরফ তৈরী করতে না পারায় লক্ষ লক্ষ টাকার মাছ পচে যেত এবং জেলেরা মাছগুলো নদীতে ভাসিয়ে দিতে বাঁধ্য হত। সেই অবস্থার অনেক উন্নতি হয়েছে এখন।

বরগুনা সরকারি কলেজের ছাত্র শিশির বালা বলেন,বিদ্যুৎবিহিন একটি দিন এখন আর আমরা ভাবতেই পারি না। লেখাপড়া-কম্পিউটার ক্লাস এমন কোনো কাজ নেই যেখানে বিদ্যুৎ ব্যবহার ছাড়া আমরা চলতে পারি। প্রধান মন্ত্রী শেখ হাসিনা মাধ্যমিক পর্যন্ত লেখাপড়া খরচ সরকারি করন সহ উপবৃত্তির ব্যবস্থা করেছে। শুধু বিদ্যুতের ক্ষেত্রেই না,সকল ক্ষেত্রেই তিনি সফল। দেশের উন্নয়নে তাঁকে আবারও দরকার।

(এটি/এসপি/ডিসেম্বর ২৭, ২০১৮)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test