E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সকল ভোটারকে স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদানের আহব্বান ভূমিমন্ত্রীর

২০১৮ ডিসেম্বর ২৮ ১৫:২৯:৫৩
সকল ভোটারকে স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদানের আহব্বান ভূমিমন্ত্রীর

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সকল ভোটারকে স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদানের আহব্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। 

বৃহস্পতিবার রাতে ঈশ্বরদীতে তাঁর বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী শরীফ আরো বলেন, ঈশ্বরদী ও আটঘোড়িয়ার শন্তিপূর্ণ মানুষ নিরাপদ পরিবেশে ইতোপূর্বে বিগত সকল নির্বাচনে উৎসবমূখর পরিবেশে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদান করেছে। এবারেও এখানে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ বিরাজ করছে। সচেতন এই এলাকার সাধারণ মানুষ অংশগ্রহনমূলক নির্বাচনে নারী, পুরুষ ও সংখ্যালঘু সম্প্রদায় নিরাপদে যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই পরিবেশ ঈশ্বরদী ও আঘোড়িয়ায় বিরাজমান ।

এবারে নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক ভোটার উৎসবমূখর অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জনগণ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। মন্ত্রী শরীফ আরো বলেন, বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ যখন নৌকায় ভোট দিতে ঐক্যবদ্ধ, তখন নির্বাচনকে ঘিরে বিএনপি-জামায়েতের তথাকথিত ঐক্যফ্রন্ট নানাবিধ ষড়যন্ত্রে লিপ্ত।

স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক অপশক্তি গুজব ছাড়িয়ে এবং সহিংসতা করে যাতে ভোটের শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবশে বিঘ্নিত না করতে পারে এজন্য তিনি সাংবাদিকদের সতর্ক থাকার আহব্বান জানিয়েছেন। এসময় ভোট কেন্দ্রে সর্বোচ্চ সংখ্যক ভোটারের উপস্থিতি নিশ্চিত করার জন্য তিনি দলীয় নেতা-কর্মী, সুশীল সমাজ ও পেশাজীবিদের প্রতি আহব্বান জানান।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস, উপজেলা আওযামী লীগের সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টু, পৌর আওযামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু, সাধারণ সম্পাদক ইসাহক আলী মালিথা, শিল্প ও বণিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম বাচ্চু প্রমূখ নের্তৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

(এসকেকে/এসপি/ডিসেম্বর ২৮, ২০১৮)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test