E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সমৃদ্ধ দেশ গড়তে নৌকায় সমর্থন জানালেন ঈশ্বরদীর সাংবাদিকরা

২০১৮ ডিসেম্বর ২৮ ১৫:৩১:২২
সমৃদ্ধ দেশ গড়তে নৌকায় সমর্থন জানালেন ঈশ্বরদীর সাংবাদিকরা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : সুখী, সমৃদ্ধশালী ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে নৌকায় সমর্থন জানিয়ে ঈশ্বরদীবাসীর প্রতি ভোটদানের আহ্বান জানিয়েছেন ঈশ্বরদী প্রেসক্লাবের সাংবাদিক নেতারা। 

সাংবাদিকরা বলেন, দেশ এখন উন্নয়নের অগ্রযাত্রায় চলমান। স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় দেশে যেমন শেখ হাসিনা সরকারের বিকল্প নেই, তেমনি ঈশ্বরদীর উন্নয়নে ভুমিমন্ত্রী শামসুর রহমান শরীফেরও বিকল্প নেই ।

বৃহস্পতিবার সন্ধ্যায় পোষ্টঅফিস মোড়ে প্যাভিলিয়ন রেঁস্তোরায় ঈশ্বরদী প্রেসক্লাবের সাংবাদিকদের এক সভায় নৌকার প্রতি সংহতি প্রকাশ করে সাংবাদিকরা এ আহ্বান জানিয়েছেন।

ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু বলেন, ১৯৭০ সালে বাঙালি জাতি বঙ্গবন্ধুর নের্তৃত্বে বিপুল ভোটে নৌকাকে বিজয়ী এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন দেশ ছিনিয়ে এনেছিলো। আগামী ৩০শে ডিসেম্বর আবারও ব্যালটের বিজয়ের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সেই সোনার বাংলাকে আরও একবার বিজয় করতে হবে। ঈশ্বরদীর উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে মুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফের নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে।

সাধারণ সম্পাদক আব্দুল বাতেন ঈশ্বরদীবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, নৌকা এ দেশের উন্নয়নের প্রতীক, সমৃদ্ধির প্রতীক, মুক্তিযুদ্ধের প্রতীক। আসুন আমরা সবাই মিলে এই উন্নয়নের প্রতীককে বিজয়ী করে সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখি।

শিল্প ও বণিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম বাচ্চু বলেন, ৩০শে ডিসেম্বর বাঙ্গালির একটি গুরুত্বপূর্ণ দিন। এ দিনে স্বাধীনতার পক্ষের শক্তির সঙ্গে একটি অপশক্তির লড়াই হবে। এ লড়াইয়ে আমাদের জিততে হবে, দেশের উন্নয়ন, স্বাধীনতাকে রক্ষা করতে হবে।

জেলা পরিষদের সদস্য ও প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক শফিউল আলম বিশ্বাস বলেন, আগামী ৩০ ডিসেম্বর অগ্নিপরীক্ষার দিন। দেশের স্বাধীনতা থাকবে কিনা, উন্নয়ন হবে কিনা, নতুন প্রজন্মের উন্নত ভবিষ্যৎ হবে কিনা, মুক্তিযুদ্ধের চেতনা থাকবে কিনা তা ঠিক হবে নির্বাচনের দিন। এ দিনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভোটযুদ্ধের মাধ্যমে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।

সাংগাঠনিক সম্পাদক আমিরুল ইসলাম রিংকুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ঈশ্বরদীর কাগজের সম্পাদক ও সহ-সভাপতি কে এম আবুল বাশার, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক উপাধ্যক্ষ শহীদুল ইসলাম, সময়ের ইতিহাস পত্রিকার সম্পাদক শেখ মহসীন, স্বকাল বাংলার সম্পাদক মিশুক প্রধান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমাস আলী, সমস্বর সম্পাদক এম এ কাদের, সাংবাদিক আতাউর রহমান বাবলু, ময়নুল ইসলাম মিন্টু, আক্তারুজ্জামান মিরু প্রমুখ।

(এসকেকে/এসপি/ডিসেম্বর ২৮, ২০১৮)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test