E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরা-১ 

সবার অন্তরে আ.লীগ প্রার্থী শিখর, বিএনপির মনোয়ারকে প্রত্যাখান

২০১৮ ডিসেম্বর ২৮ ১৫:৩৪:১১
সবার অন্তরে আ.লীগ প্রার্থী শিখর, বিএনপির মনোয়ারকে প্রত্যাখান

দীপক চক্রবর্তী, মাগুরা : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র দুদিন বাকি। ইতিমধ্যেই নির্বাচনী প্রচার প্রচারনা শেষ হয়ে গেছে। এখন মাগুরা-১ আসনের (মাগুরা সদর ও শ্রীপুর উপজেলা) সর্বত্রই শুনা যাচ্ছে আওয়ামীলীগ প্রার্থী এ্যাডঃ সাইফুজ্জামান শিখরের নাম। 

চায়ের দোকান, হোটেল, রেস্তরায় নেতাকর্মীরা তাদের প্রিয় নেতা এ্যাডঃ সাইফুজ্জামান শিখরের বিগত কয়েক বছরের উন্নয়ন কর্মকান্ডের তথ্যচিত্র তুলে ধরতেই ব্যস্ত। সবার মন জয় করেছেন আওয়ামীলীগের এ প্রার্থী । তাই সবার মুখে-মুখে শুনা যাচ্ছে এ্যাড. সাইফুজ্জামান শিখরের নাম।

অন্যদিকে এ আসনের সাধারন ভোটারেরা বিএনপি মনোনীত প্রার্থী মনোয়ার হোসেন মাগুরার মঘীর ঢাল এলাকায়বোমা হামলার প্রধান আসামী হয়েও মনোনয়ন পাওয়ায় দলের ত্যাগী নেতা কর্মী থেকে শুরু করে সাধারন ভোটারেরাও মুখ ফিরিয়ে নিয়েছেন।

মাগুরা-২ আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য মরহুম এ্যাডঃ আছাদুজ্জামানের পুত্র এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সহকারি সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখর মাগুরা-১ আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হওয়া এলাকার সাধারন মানুষের মন আকৃষ্ট করেছেন। এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এমপি, মন্ত্রী না হয়েও মাগুরা সদর হাসপাতালকে ২৫০ শয্যা হাসপাতালে রূপান্তরিত করেছন। সেই সাথে মাগুরায় মেডিকেল কলেজ এনেছেন।

শহরের মধ্যে ফোরলেন রাস্তা করেছে, রেল লাইন স্থাপন, শেখ কামাল আইটি পার্ক ও আন্তর্জাতিক মানের স্টেডিয়াম উপহার দিয়েছেন। সেজন্য আমরা মাগুরাবাসী তার প্রতি কৃতজ্ঞ। মাগুরার সাধারন ভোটাররা জানান আমরা চাই তিনি আগামী সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে এমপি নির্বাচিত হোক। তিনি এমপি হলে মাগুরায় ৫০ হাজার মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এ জন্য আমরা মাগুরার উন্নয়নকে অব্যহত রাখতে শিখর ভাইকে নৌকা মার্কায় ভোট দেব । এছাড়া তিনি বিগত বছর গুলোতে সুখে-দুঃখে আমাদের পাশে থেকেছেন। তাই আমরা শিখর ভাইকে সংসদ সদস্য হিসাবে পেতে চাই।

অন্যদিকে এ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনোয়ার হোসেন বিগত ২০১৫ সালের ২১ মার্চ রাতে মাগুরা সদর উপজেলার মঘি ঢাল এলাকায় পেট্রোল বোমা হামলায় ৫ জন নিহত মামলায় প্রধান আসামী । তারই অর্থায়নে এবোমা হামলা হয়। তার পরও তিনি কি ভাবে মনোনয়ন পেতে পারেন তা দলের ত্যাগীনেতা কর্মীদের কাছে প্রশ্নবিদ্ধ। একারনেই দলের বৃহৎ একটা অংশ তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাছাড়া মনোয়ার হোসেন হাজতে থাকায় সুবিধায় নেই এ প্রার্থী।

(ডিসি/এসপি/ডিসেম্বর ২৮, ২০১৮)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test