E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

স্কুলে স্কুলে প্রধানমন্ত্রীর উদ্যোগে পৌঁছে গেছে নতুন বই

২০১৮ ডিসেম্বর ২৮ ১৭:৩৮:৫০
স্কুলে স্কুলে প্রধানমন্ত্রীর উদ্যোগে পৌঁছে গেছে নতুন বই

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : শিক্ষিত গড়তে শিক্ষার বিকল্প নেই, তাই শিক্ষার জন্য  পড়াশুনার আগ্রহ তৈরি করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বছরের প্রথমদিনই ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেয়ার মাধ্যমে বই উৎসবের উদ্যোগ গ্রহণ করেছেন।

প্রধানমন্ত্রীর বই উৎসবকে ঘিরে নতুন বছর শুরুর আগেই প্রত্যেক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে পৌঁছে গেছে নতুন পাঠ্যপুস্তক। ডিসেম্বর মাসের শুরু থেকে বরিশাল জেলার দশটি উপজেলায় শতভাগ বই স্কুলে স্কুলে পৌঁছে গেছে। বিষয়টি ইতিবাচকভাবেই দেখছেন সংশ্লিষ্ঠরা। বই উৎসবের দিন শিক্ষার্থীরা এক উৎসবমুখর পরিবেশে নতুন বই হাতে পেয়ে উজ্জীবিত হয়ে ওঠে। কারও হাতে থাকে নতুন বই, কারও হাতে বেলুন, কারও হাতে জরির ফিতা। এভাবেই সারাদেশে একযোগে স্কুল শিশুরা মাতিয়ে তোলে নতুন বইয়ের গন্ধে।

খোঁজ নিয়ে জানা গেছে, ডিসেম্বর মাসের শুরু থেকে বরিশাল জেলার দশটি উপজেলার স্কুলে স্কুলে বই পৌঁছে গেছে। আগামি বছরের (২০১৯ সালের) এক জানুয়ারি দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ করা হবে। জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২০১৯ সালে বরিশাল জেলায় মোট ২৭ লাখ ৩০ হাজার ৫০৯সেট বইয়ের চাহিদা রয়েছে। ইতোমধ্যে শতভাগ বই স্কুলে স্কুলে পৌঁছে দেয়া হয়েছে। একইভাবে মাদ্রাসার দাখিল পর্যায়ে চাহিদাকৃত মোট ৮ লাখ ১১ হাজার ৬৭০ বই।

এবতেদায়ীতে তিন লাখ ৮৭ হাজার ২৯৬ বইয়ের চাহিদার বিপরীতে সবগুলো বই সংশিষ্ঠ প্রতিষ্ঠানগুলোতে পৌঁছে দেয়া হয়েছে। এসএসসি ভোকেশনালের চাহিদা ৪২ হাজার ১৮৫টি বই, দাখিল ভোকেশনালে চাহিদার ১২৬০টি এবং করিগরির ১৪ হাজার ৯৫৭ এবং ইংরেজি ভার্সনের ৬ হাজার ৬২৫টি বইয়ের চাহিদার পুরোটাই পাওয়া গেছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২০১৯ সালে জেলার দশ উপজেলায় মোট বইয়ের চাহিদা রয়েছে ১৪ লাখ ১১ হাজার ২৯৩টি। ইতোমধ্যেই সব বই স্কুলে স্কুলে পৌঁছে গেছে।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, প্রতিষ্ঠান প্রধানরা যাতে করে বছরের প্রথমদিনেই নিজ নিজ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বইগুলো সুষ্ঠভাবে বিতরণ করতে পারেন সেজন্য আগেভাগেই উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের হাতে চাহিদা অনুযায়ী বই তুলে দেয়া হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল লতিফ মজুমদার বলেন, চলতি ডিসেম্বর মাস নির্বাচনের মাস। তাই প্রধানমন্ত্রীর নির্দেশে আগে ভাগেই বইগুলো পাঠানোর পর স্ব-স্ব উপজেলার শিক্ষা অফিসারদের চাহিদা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মাধ্যমে স্কুলে স্কুলে নতুন বই প্রেরণ করা হয়েছে।

সূত্রমতে, প্রাথমিকের শিক্ষার্থীদের স্বল্প পরিসরে অনেক আগে থেকেই বই দেয়া হলেও ২০১০ সাল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রথম থেকে নবম শ্রেণির সব শিক্ষার্থীদের বিনামূল্যে বই দিয়ে আসছে। অর্থাভাবে একটি শিশুও যেন অকালে ঝড়ে না পারে সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহতি উদ্যোগে বিনামূল্যে বই বিতরনের পাশাপাশি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে উচ্চমাধ্যমিক পর্যন্ত শিক্ষার্থীদের উপবৃত্তিও চালু করা হয়।

(টিবি/এসপি/ডিসেম্বর ২৮, ২০১৮)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test