E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘জননেতা শামসুর রহমান শরীফের প্রচেষ্টায় ঈশ্বরদীর অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়েছে’

২০১৮ ডিসেম্বর ২৮ ১৯:০২:৫৭
‘জননেতা শামসুর রহমান শরীফের প্রচেষ্টায় ঈশ্বরদীর অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়েছে’

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : জননেতা শামসুর রহমান শরীফের প্রচেষ্টাতেই ঈশ্বরদীর অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়েছে বলে জানিয়েছেন তরুণ শিল্পপতি ও খায়রুল গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব খায়রুল ইসলাম। 

সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, ঈশ্বরদী ইপিজেড প্রতিষ্ঠায় জননেতা শামসুর রহমান শরীফের অনন্য ভূমিকা রয়েছে। একসময়ে এই ইপিজেড-এ ব্যবসাযীদের শিল্প-কারখানা প্রতিষ্ঠায় চরম অনীহা ছিল। ভুমিমন্ত্রী শিল্পপতিদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করায় এখানে এখন অনেক শিল্প-কারখানা গড়ে উঠেছে। ইপিজেডে শুধু ঈশ্বরদীই নয়, আশেপাশের এলাকারও হাজার হাজার নারী-পুরুষের কর্মসংস্থান হয়েছে। যা ঈশ্বরদীর অর্থনীতিকে এগিয়ে নিয়ে চলেছে।

চাউলকল মালিক সমিতির সভাপতি ফজলুর রহমান মালিথা বলেন, ঈশ্বরদীতে সহস্রাধিক হাসকিং ও অটো রাইচ মিলে হাজার হাজার শ্রমিক কর্মরত । ব্যবসায়ীরাও নির্বিঘ্নে ব্যবসা করতে পারায় উত্তরাঞ্চলের মধ্যে ঈশ্বরদী বৃহত্তম চাউলের মোকাম হিসেবে সুপ্রতিষ্ঠিত। ভুমিমন্ত্রীর ছায়াতলেই চাউল কলগুলো ঈশ্বরদীর অর্থনীতির অগ্রযাত্রায় অনন্য ভুমিকা রাখতে সক্ষম হয়েছে।

শিল্প ও বণিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম বাচ্চু জানালেন, ঈশ্বরদী বাজার তথা সর্বক্ষেত্রেই ভুমিমন্ত্রী শামসুর রহমান শরীফের দৃঢ় পদক্ষেপের কারণেই আজ ঈশ্বরদীর অর্থনীতি পাবনা জেলা সদরের চেযে অগ্রসরমান।

বাচ্চু বলেন, বাজারে এখন রাশিযানসহ বিপুল সংখ্যক বিদেশী নিয়মিত কেনাকাটা করছে। ঈশ্বরদী বাজারে স্থানীয় জনগোষ্ঠি ছাড়াও আশেপাশের জেলার অনেক মানুষ নিরাপদে কেনাকাটা করতে স্বচ্ছন্দ্যবোধ করে। তাঁরই উদ্যেগে প্রধানমন্ত্রী দেশের সর্ববৃহত প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুত প্রকল্প নির্মাণ কাজ শুরু করেছেন। এখানে বিপুল সংখ্যক শ্রমিকের কর্মসংস্থানের পাশাপাশি স্থানীয়রা ব্যবসা-বাণিজ্যের সাথে জড়িয়ে পড়েছেন। এতে এখানকার অর্থনীতির দ্রুত বিকাশ ঘটছে। এককথায় বলতে গেলে ঈশ্বরদীর বিপুল জনগোষ্ঠীর কর্মসংস্থানের শ্রেষ্ঠ মন্ত্রী শামসুর রহমান শরীফ।

বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির কেন্দ্রীয় সভাপতি সিদ্দিকুর রহমান মযেজ ওরফে কূল মযেজ জানান, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্তদের বেশীরভাগই ঈশ্বরদীর কৃষক। ঈশ্বরদীর কৃষি অর্থনীতি আমাদের প্রিয় ডিলু ভাইয়ের উৎসাহ-উদ্দিপনা এবং প্রচেষ্টায় এগিয়ে চলেছে। কৃষিক্ষেত্রে ঈশ্বরদীর অর্থনীতি দেশের অন্যান্য এলাকার চেয়ে অনেক সমৃদ্ধশালী। লিচু, সিম, কফি, ভেন্ডিসহ অন্যান্য সবজি উৎপাদনে এখানে বছরে হাজার কোটি টাকার লেনদেন হচ্ছে। কৃষিপণ্য উৎপাদন ও বাজারজাত করণে বিপুল সংখ্যক কর্মসংস্থান হয়েছে। এদের মজুরিও এখন অনেক।

তাছাড়া রাস্তাঘাটের উন্নয়ন হওয়ায় কৃষিপণ্য বাজারজাত করণে কোন সমস্যা না থাকায় দ্রুততম সময়ে ভোক্তাদের কাছে টাটকা সবজি পৌছে যাচ্ছে। যা ঈশ্বরদীর উন্নয়নের অগ্রযাত্রায় মাইলফলক। তাই আমরা কৃষক সমাজ ডিলু ভাইয়ের প্রতি কৃতজ্ঞ।

বিশিষ্ট শিক্ষাবিদ উদয় নাথ লাহিড়ী ঈশ্বরদীর অর্থনৈতিক উন্নয়নে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করে বলেন, দেশপ্রেম, মা ও মাটির প্রতি তীব্র ভালবাসার কারণেই তিনি অল্প সময়ের মধ্যে এই অভূতপূর্ব উন্নয়ন সাধন করতে সক্ষম হযেছে। ঈশ্বরদীতে এখন শুধু কোটি পতি নয়, শত কোটি টাকার মানুষ রয়েছে প্রায় শতাধিক। তাঁরই দৃঢ় পদক্ষেপে শান্তিপূর্ণ পরিবশে বজায় থাকায় একের পর এক শিল্প কারখানা গড়ে উঠছে। কাজের জন্য আমাদের ছেলেদের আর বিদেশে যেতে হবেনা, বরঞ্চ বিদেশ হতেই অনেকে কাজ করতে আমাদের ঈশ্বরদীতে আসবেই শুধু না, এখনও অনেক বিদেশী এখানে কাজ করছে বলে তিনি জানিয়েছেন।

এসময় তিনি উদাহরণ টেনে বলেন, রূপপুর প্রকল্পে এবং ইপিজেডেই অনেক বিদেশী কর্মী কাজ করছে।

(এসকেকে/এসপি/ডিসেম্বর ২৮, ২০১৮)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test