E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরগুনা-২

তরুণ নেতৃত্বের গতি দুর্বার সাধ্য কার রুখে নৌকার এই গণজোয়ার!

২০১৮ ডিসেম্বর ২৯ ১৫:২৯:১৩
তরুণ নেতৃত্বের গতি দুর্বার সাধ্য কার রুখে নৌকার এই গণজোয়ার!

অমল তালুকদার, বরগুনা : সাঙ্গ হলো ৩ উপজেলার প্রচার- প্রচারনার তাবত মেলা। এখনও দুর্বার গতিতে যেনো তরুণ নেতৃত্ব। কে রুখে তাঁদের গণজোয়ার! পথে পথে মানুষ। মুখে তাঁদের শ্লোগান। ঘোষনা ছিলো উঠান বৈঠকের হয়ে যাচ্ছিলো সমাবেশ! পাথরঘাটা- বেতাগী আর ছোট্ট উপজেলা বামনা। কোথাও কমতি ছিলনা এই গণজোয়ারের। এ এক অন্য বাংলাদেশ।

শেখ হাসিনা সরকারের সাফল্যের স্বীকৃতি ভাবছেন কেউ কেউ। সে যা- ই হোক,এখানকার মানুষ আবার চায় শেখ হাসিনাকেই সরকারে। এই সংসদিয় এলাকায় আ. লীগের নৌকা নিরাপদ যার হাতে থাকার কথা;সেই তরুণ নেতা রিমন- ই ছিলেন সকল মিছিল- সমাবেশের অগ্রভাগে। দক্ষিনের মানুষের একজোট হওয়ার পিছনেও রয়েছে কারন।

বামনার তরুন ভোটার উজ্জল বললেন, আমরা উন্নন চাই আমরা পদ্মাসেতু চাই।

বেতাগীর হুমায়ুন জানান, আমরা তরুনরা- ই নৌকায় ভোট দিয়ে আবার এই সরকারকে ক্ষমতায় আনতে সহযোগিতা করব। এখানকার সব শ্রেণিপেশার মানুষ জোটবদ্ধভাবে জয় দেখতে চাইছে শেখ হাসিনা তথা নৌকার।

উপজেলা ছাত্রলীগ সভাপতি হাফিজুর হমান বলেন, বাংলাদেশের ইতিহাসে সব সময়ই তরুণ নেতৃত্ব সংকটে সংগ্রামে প্রিয়নেত্রী শেখ হাসিনার পাশে ছিলো,আজও আমরা সজাগ রয়েছি।কোনো ষড়যন্ত্রই নৌকার জয়কে রোধ করতে পারবেনা।

বরগুনা-২ আসনে বিএনপি একেবারেই নিষ্ক্রিয় এখন। প্রতিপক্ষের কোনো ধরনের চাপে নেই তারা। মনোনয়নে ব্যর্থ নূরুল ইসলা মণি আর মনোনয়ন নিয়ে মাঠে থাকা এড.খন্দকার মাহবুব হোসেনের পক্ষ- বিপক্ষের বিরোধীতা ছাড়া আ. লীগ কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের সাথে বিরোধ দেখা যাচ্ছেনা।

৬ জন প্রার্থী বিভিন্ন দলথেকে এখানে প্রতিদন্দ্বিতা করলেও আলোচায় রয়েছে আ. লীগের নৌকা, বিএনপির ধানের শীষ, ইসলামী আন্দোলন বালাদেশের হাতপাখা।

রাজনৈতিক বিশ্লেষকদের ধারনা শেষপর্যন্ত আ্লীগের সাথে বিএনপির প্রার্থীর লড়াই না ও হতে পারে। এখানে বিএনপি দ্বিধাবিভক্ত।তারা নিজেরাই নিজেদের বিপর্যয় ডেকে এনেছে। তাই ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখার প্রার্থী সাবেক সাংসদ গোলাম সরওয়ার হিরুর সাথেই আ. লীগের লড়াইয়ের চিত্রটি ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। সকল কিছুর সমাধানের লক্ষে অপেক্ষা ভোটপর্ব পর্যন্ত। সবার দৃষ্টি এখন ৩০ ডিসেম্বরের সান্ধ্যকালিন চরম উত্তেজনাপূর্ন মুহুর্তটির দিকে।

(এটি/এসপি/ডিসেম্বর ২৯, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test