E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় ভোট কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

২০১৮ ডিসেম্বর ২৯ ১৫:৪৯:০৮
আগৈলঝাড়ায় ভোট কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : উৎসব মুখর পরিবেশে ৩০ ডিসেম্বর একাদশ সংসদের ভোট গ্রহন অনুষ্ঠানে জন্য বরিশাল-১ আসনের আগৈলঝাড়া উপজেলার ৫০টি ভোট কেন্দ্রে পৌঁছে যাচ্ছে ব্যালট পেপার, অমোচনীয় কালীসহ নির্বাচনী বিভিন্ন সরঞ্জাম।

শনিবার সকালে থানা চত্তরে জেলা পুলিশ সদস্যদের নির্বাচনী কাজে করনীয় বিষয়ে ব্রিফিংএর পর পুলিশ বাহিনীর সদস্যরা প্রিসাইডিং অফিসারসহ পৌঁছে যাচ্ছে কেন্দ্রগুলোতে। এদিকে জনগনের নিরাপত্তা দিতে সেনা, বিজিবি, র‌্যব সদস্যরা টহল দিচ্ছে সমগ্র এলাকায়।

সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস জানান, উপজেলার পাঁচটি ইউনিয়নে ৫৬১৪৫জন পুরুষ ভোটার ও ৫৬০৪০জন, মহিলা ভোটারসহ মোট ভোটার সংখ্যা ১,১২,১৮৫জন। উপজেলায় মোট ৫০টি ভোট কেন্দ্রের মধ্যে ১০টি কেন্দ্রকে ঝুকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করে নিরাপত্তার জন্যওই কেন্দ্রগুলোতে সর্বাধিক আইন শৃংখলা বাহিনীর সদস্যদের নিয়োজিত করা হয়েছে।

তিনি আরও বলেন, ভোটের দিন নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে উপজেলা সকল ভোট কেন্দ্রগুলো। সর্বাধিক আইন শৃংখলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে ভোট গ্রহন অনুষ্ঠানে। ১০জন করে পুলিশ সদস্য নিয়ে গঠিত প্রতি ইউনিয়নে দু’টি করে ১০টি মোবাইল টিম, ৭ সদস্যর ২টি ষ্ট্রাইকিং ফোর্স, ২০ সদস্যর বিজিবি সদস্যদের ২টি ষ্ট্রাকিং ফোর্স, ১৬জন র‌্যাব সদস্যর ষ্ট্রাইকিং ফোর্স আইন শৃংখলা রক্ষ ও জনগনের সার্বিক নিরাপত্ত প্রদানে নিয়োজিত রয়েছে। নির্বাচনী অপরাধে তাৎক্ষনিক বিচারের জন্য ৩ জন নির্বাহী ম্যাজিষ্টেটের মধ্যে ১জন ম্যাজিষ্ট্রেটেটের নেতৃত্বে সেনা বাহিনী থাকবে রিজার্ভ। এছাড়াও সাদা পোষাকে আইন শৃংখলা বাহিনীর সদস্যসহ মাঠে থাকবে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। সকাল ১১টা থেকেই উপজেলা সদর থেকে প্রত্যেক ভোট কেন্দ্রের মালামাল নিয়ে প্রিসাইডিং অফিসাররা আইন শৃংখলা বাহিনীর সদস্যদের নিয়ে কেন্দ্রের উদ্যেশ্যে রওয়ানা হয়েছে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, অবাধ, সুষ্ঠ ও সকলের অংশগ্রহন মুলক নির্বাচনে ভোট গ্রহনের জন্য আইন শৃংখলা বাহিনীর সদস্যরা নিরপেক্ষ থেকে সার্বিক কাজ করবেন।

সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস জানান, নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পর্যাপ্ত আইন শৃংখলা বাহিনীর সদস্যরা সকল জনগনের নিরাপত্তায় নিয়োজিত থেকে নির্বিঘ্নে ভোট গ্রহণে দায়িত্ব পালন করবে। নির্বাচন মনিটরিং করতে উপজেলায় খোলা হয়েছে নিয়ন্ত্রন কক্ষ।

(টিবি/এসপি/ডিসেম্বর ২৯, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test