E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরায় দুটি আসনে ১৮৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ, মোবাইল টিম-স্ট্রাইকিং ফোর্স গঠন

২০১৮ ডিসেম্বর ২৯ ১৬:৪২:২৩
মাগুরায় দুটি আসনে ১৮৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ, মোবাইল টিম-স্ট্রাইকিং ফোর্স গঠন

মাগুরা প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ  নির্বাচনের দিন নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে গোটা মাগুরা জেলা । এ লক্ষ্যে  পুলিশ প্রশাসন জেলার ২টি সংসদীয় আসনকে ৪টি সেক্টরে  ভাগ করে  কঠোর নিরাপত্তা  বলয়  তৈরি করেছে । এ কাজে থাকবে ১৯টি মোবাইল টিম ও ৫টি স্ট্রাইকিং ফোর্স । পুলিশ সুপারের নেতৃত্বে  অতিরিক্ত সুপার, সহকারি পুলিশ সুপার,অফিসার ইনচার্য,সাব ইন্সপেক্টরসহ ৯ শতাধিক পুলিশ ও ৩ হাজার ৩ শত ৫০ জন আনসার সদস্য নির্বাচনের দিন নিরাপত্তার কাজ করবে । 

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ পরিবেশে করার লক্ষ্যে পুলিশ প্রশাসন জেলাব্যাপী কাজ করছে । এ কাজে তারা প্রতিদিনই নতুন নতুন কর্মপরিকল্পনা তৈরি করছে । যাতে কোনভাবেই নির্বাচনের দিন পরিবেশ বিঘ্নিত না হয় । পুলিশ, আনসার ছাড়াও এ নির্বাচনে ৬ প্লাটুন বিজিবি, ১৯ জন র‌্যাব সদস্য, ৩ শতাধিক সেনাবাহিনীর সদস্য, নির্বাহী ও জুডিশিয়ার ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৮টি ভ্রাম্যমান আদালত, ২টি পেট্রোল টহল কাজ করবে । ৪টি সেক্টরের দায়িত্বে থাকবেন অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারি পুলিশ সুপার ।

তিনি আরো জানান, ২টি আসনের মোট ২৭৭টি কেন্দ্রের মধ্যে ১৮৭টি কেন্দ্রকে ঝুকিপূর্ণ হিসেবে ধরা হয়েছে । এ ঝুকিপূর্ণ কেন্দ্রে ভ্রাম্যমান আদালত, মোবাইল টিম , স্ট্রাইকিং ফোর্স, বিজিবি, র‌্যাব সদস্যরা গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে ।

এ নির্বাচনে জেলার ২টি সংসদীয় আসনে ৬ লক্ষ ৮৪ হাজার ৯ শত ৯১ জন ভোটার ২৭৭টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে ।

জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক মো: আলী আকবর শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে বলেন, সুষ্টু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য আমরা কাজ করে চলেছি । সামান্য কিছু বিছিন্ন ঘটনা ছাড়া ২টি আসনে নির্বাচনের পরিবেশ ভালো । আপনাদের সার্বিক সহযোগিতায় আশা করছি আমরা ভালো নির্বাচন উপহার দেব ।

(ডিসি/এসপি/ডিসেম্বর ২৯, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test