E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে ভোট গ্রহণ চলছে

২০১৮ ডিসেম্বর ৩০ ১১:২৫:৪৭
দিনাজপুরে ভোট গ্রহণ চলছে

স্টাফ রিপোর্টার, দিনাজপুর : উত্তরের সীমান্ত ঘেষা জেলা দিনাজপুরের ৬টি আসনে ভোট গ্রহণ চলছে। বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি বাড়ছে ।  

জেলার ৭’শ ৯১টি ভোট কেন্দ্রের ৪ হাজার ২’শ ৬৩টি কক্ষে ২২ লাখ ৬ হাজার ৪’শ ৪০ জন ভোটার তাদের ভোট প্রযোগ করছেন। এরমধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ৬ হাজার ৮৬ জন। আর নারী ভোটার রয়েছে, ১১ লাখ ৩ ’শ ৫৪ জন রয়েছে।তবে,৭’শ ৯১টি ভোট কেন্দ্রের মধ্যে ৬’শ ৮০টি ঝুকিপূর্ণ ও ১১১টি সাধারণ ভোট কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ৬টি আসনে ৩৩ জন প্রার্থী রয়েছে। এর মধ্যে দিনাজপুর-৩ সদর আসন জাতীয় ঐক্যজোট বিএনপি’র ধানের শীষ প্রতীক শূণ্য রয়েছে। ৬টি আসনে মহাজোট নৌকা প্রতীকের প্রার্থী রয়েছে ক্ষমতাসীন আওয়ামীলীগের এমপি। জাতীয় ঐক্যফোন্ট বিএনপি’র ধানের শীষ প্রতীকের ৫জন প্রার্থী ভোটযুদ্ধে অবতীর্ণ হলেও এর মধ্যে ২০ দলীয় ঐক্যজোট জামায়াতের প্রার্থী দু’জন।

দিনাজপুর পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম জানিয়েছেন,জেলার ১৩টি উপজেলার ৯টি পৌরসভা ও ১০৩টি ইউনিয়ন নিয়ে গঠিত ৬টি আসনে ভোট গ্রহণের জন্য ১১ হাজার ২০৩ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে।এছাড়াও টহল ডিউটিতে বিজিবির ১২৩০ সদস্য, র‌্যাবের ১১২ সদস্য, সেনা বাহিনীর প্রায় ২০০ সদস্য, পুলিশের ১ হাজার ৭৫১ জন সদস্য দায়িত্ব পালন করছেন।

দিনাজপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ মাহমুদুল আলম জানান, জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তার জন্য ৩১ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং ১৪ জন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ভোট কেন্দ্র এলাকাগুলোতে দায়িত্ব পালন করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মনিটরিংয়ের জন্য জেলা প্রশাসন কার্যালয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মনিটরিং কেন্দ্র খোলা হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন গোলযোগের খবর পাওয়া যায়নি।

(এসএএস/এসপি/ডিসেম্বর ৩০, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test