E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পটুয়াখালী-৪ : সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ চলছে, এজেন্ট বের করে দেয়ার অভিযোগ বিএনপির 

২০১৮ ডিসেম্বর ৩০ ১৫:১৩:১৩
পটুয়াখালী-৪ : সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ চলছে, এজেন্ট বের করে দেয়ার অভিযোগ বিএনপির 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালী-৪(কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। নির্বাচনে কোন ধরণের সহিংসতা না থাকলেও কলাপাড়ার চাকামইয়া নিশানবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে থেকে সকাল সাড়ে সাতটায় ৬ জনকে আটক করেছে পুলিশ।

বিএনপি প্রার্থী বিএনপি প্রার্থী এবিএম মোশাররফ হোসেন অভিযোগ করেছেন গ্রেফতারকৃতরা তার পোলিং এজেন্ট। এছাড়া প্রতিটি কেন্দ্র থেকে ভয়ভীতি দেখিয়ে তার এজেন্টদের বের করে দেয়া হয়েছে।

আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এসএম রাকিবুল আহসান জানান, নির্বাচন হচ্ছে উৎসবমুখর পরিবেশে। বিএনপি নির্বাচনে জয়লাভ করতে পারবে না দেখে নির্বাচন শুরুর পরই বিএনপি নিজেরাই এজেন্টদের বের করে নিয়েছে। কাউকে বের করে দেয়া হয়নি।

কলাপাড়ার খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, নেছার উদ্দিন ফাজিল মাদরাসা, সরকারি এম বি কলেজ ও বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল থেকে ভোটারদের দীর্ঘ লাইন। প্রতিটি ভোট কেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে সকাল সাড়ে নয়টার পর বিএনপি প্রার্থীর পোলিং এজেন্টরা বিভিন্ন কেন্দ্র থেকে বের হয়ে যাওয়ার পর ভোটারদের উপস্থিতি কমতে থাকে। তবে কোন ধরণের সহিংসতার খবর পাওয়া যায়নি।

কলাপাড়া পৌর বিএনপির সভাপতি উপাধ্যক্ষ নুর বাহাদুর জানান, তাদের এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে বের করে দিয়েছে। কোথাও ভোটের পরিবেশ নেই।

কলাপাড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, কোন প্রার্থীর পোলিং এজেন্ট আটক করা হয়নি। নাশকতার অভিযোগে ৬ জনকে নিশানবাড়িয়া গ্রাম থেকে আটক করা হয়েছে।

(এমকেআর/এসপি/ডিসেম্বর ৩০, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test