E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে পাবনা-৪ আসনে ভোট গ্রহণ সম্পন্ন 

২০১৮ ডিসেম্বর ৩০ ১৭:০২:১৭
শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে পাবনা-৪ আসনে ভোট গ্রহণ সম্পন্ন 

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : শীতের তীব্রতাকে উপেক্ষা করে ভোর হতে বিকেল ৪টা পর্যন্ত পাবনা-৪ আসনের ঈশ্বরদী ও আটঘোড়িয়ায় শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমূখর পরিবেশে ভোটগ্রহন সম্পন্ন হয়েছে। সকাল হতেই দীর্ঘ লাইন দিয়ে ভোটারদের ভোট দিতে দেখা গেছে। এই আসনের নৌকার প্রার্থি সরকারের ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি সকাল ৮.১০ মিনিটে শহরের মহিলা কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন।

এই কেন্দ্রে সকালেই ভোটারদের দীর্ঘ লাইন দেখে সন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, ‘শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ থাকায় ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে পছন্দের প্রার্থিকে ভোট দিতে পারছেন। ভোটারের উপস্থিতি এটাই প্রমাণ করে জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের সাথে সাথে দেশে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত দেশ গড়ার প্রত্যয়ে সারা দেশে আজ নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হযেছে। তাই নৌকা বিপুল ভোটে বিজয়ী হবে ইনশাল্লাহ। ’

কোথায়ও কোন সহিংসতা বা গোলযোগের খবর পাওয়া যায়নি। সহকারী রিটার্ণিং অফিসার ও ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার আহম্মেদ আলী ভূইয়া জনান, শানিপূর্ণ ও উৎসব মূখর পরিবেশে মোট ১২৯টি ভোটকেন্দ্রে রেকর্ড সংখ্যক ভোটারের উপস্থিতিতে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হয়েছে।

ঈশ্বরদীর থানার অফিসার ইনচার্জ বাহাউদ্দিন ফারুকি পিপিএম জানান, নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকায় কোথায়ও কোন সহিংসতা ঘটেনি। বিকেল ৩টা ৫০ মিনিটে পৌর এলাকার শৈলপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ধানের শীষ প্রতিকের পোলিং এজেন্ট পলি বেগম এবং রেখা খাতুন সুষ্ঠুভাবে ভোটাররা ভোট প্রদান করছে বলে জানিয়েছেন।

ঈশ্বরদী সরকারি কলেজ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শহিদুল হক শাহীন বলেন, তীব্র শীতের মধ্যে সকাল হতে উৎসাহ-উদ্দিপনার সাথে বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতিতে এবারে ভোট প্রদানের হার অতীতের সকল রেকর্ডকে অতিক্রম করবে।

(এসকেকে/এসপি/ডিসেম্বর ৩০, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test