E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন, চলছে গণনা

২০১৮ ডিসেম্বর ৩০ ১৮:০৯:৫৫
নওগাঁয় উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন, চলছে গণনা

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলার ৬টি আসনের ৬৯৯টি কেন্দ্রে শান্তিপূর্নভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে এখন শুরু হয়েছে ভোট গণনা।

রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলাকালে জেলার কোথাও তেমন কোন অপ্রীতিকর ঘটান ঘটেনি। কেন্দ্রে কেন্দ্রে ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে নারী ও পুরষ ভোটাররা লাইনে দাঁড়িয়ে উৎসবমুখর পরিবেশে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

বিকেল ৪টার মধ্যে যেসব ভোটার এনক্লোজারের ভিতর প্রবেশ করেছেন, তাদের ভোটগ্রহন শেষে গননা শুরু হয়েছে। জেলায় প্রায় ৮০ থেকে ৮৫ শতাংশ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান জানিয়েছেন। তিনি জানিয়েছেন কোথাও কোথাও ভোট প্রদানের হার তারও বেশী।

নওগাঁ সরকারী কলেজ মহিলা ভোট কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ২ হাজার ৭শ ৬৩৩ জন। এর মধ্যে ভোট প্রদান করেছেন প্রায় ২ হাজার ১শ জন। ভোট প্রদানে হার শতকরা প্রায় ৭৬ ভাগ।

সদর উপজেলার বোয়ালিয়া কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ৩৩৪৫ জন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ২৬৯৬ জন। ভোট প্রদানের হার শতকরা ৮০ ভাগেরও বেশী।

সদর উপজেলার পিরোজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ৩৯৮২ জন। এ মধ্যে ভোট কাষ্টিং হয়েছে ৩১৩২টি। ভোট প্রদানের হার শতকরা ৭৮ ভাগ।

ভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ৩৫৩০জন। এর মধ্যে মোট ৩২০৮জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট প্রদানের শতকরা হার ৯০ ভাগেরও বেশী।

অপরদিকে নওগাঁ সদর উপজেলার পাহাড়পুর গাঁজামহল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে, বদলগাছি উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এবং মহাদেবপুর উপজেলার রাইগাঁ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শতকরা ৮০ ভাগেরও বেশী ভোট প্রদান করেছেন ভোটাররা। ভোটকেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো।

(বিএম/এসপি/ডিসেম্বর ৩০, ২০১৮)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test