E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুষ্টিয়ায় চার আসনেই নৌকার বিজয়

২০১৮ ডিসেম্বর ৩০ ২২:১৮:৪৪
কুষ্টিয়ায় চার আসনেই নৌকার বিজয়

কুষ্টিয়া প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনে ভোট গননা শেষে বে-সরকারী ভাবে ফলাফল ঘোষনা করেন জেলা রিটানির্ং কর্মকর্তা জেলা প্রশাসক আসলাম হোসেন। চার আসনেই নৌকার প্রার্থীরা বিজয়ী হয়েছেন। 

রবিবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত ভোট গ্রহণের পর সকল কেন্দ্রের ভোট গণনা শেষে রবিবার রাত সাড়ে ৭টার দিকে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষনা করা হয়।

ঘোষিত ফলাফল:

কুষ্টিয়া-১ (দৌলতপুর) ১২৬ কেন্দ্রে সব কয়টির প্রাপ্ত ফলাফল আওয়ামী লীগ সমর্র্থিত নৌকা প্রতীকে আ ক ম সারোয়ার জাহান বাদশা ২ লাখ ৭৮ হাজার ২শ ৮৮ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দী বিএনপি সমর্থিত প্রার্থী ধানের শীষ প্রতীকে রেজা আহমেদ বাচ্চু মোল্লার প্রাপ্ত ভোট ৩ হাজার ৪ শ ২০।
এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৪১ হাজার ১১২। এর মধ্যে পুরুষ ১ লক্ষ ৭০ হাজার ৬৮৭ জন, আর মহিলা ১ লক্ষ ৭০ হাজার ৪২৫ জন।

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) ১৫৮ কেন্দ্রের সব কয়টির প্রাপ্ত ফলাফল মহাজোট সমর্থিত নৌকা প্রতীকে জাসদ সভাপতি হাসানুল হক ইনু ২ লাখ ৮২ হাজার ৬শ ২২ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দী ঐক্যফ্রন্ট সমর্থিত (জাফর) ধানের শীষ প্রতীকে আহসান হাবিব লিংকন পেয়েছেন ৩৫ হাজার ৭ শ ৫১ ভোট।

আসনটিতে মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৯৭ হাজার ২৬। এর মধ্যে পুরুষ ১ লক্ষ ৯৭ হাজার ৭৯৯ জন, আর মহিলা ১ লক্ষ ৯৯ হাজার ২২৭ জন।

কুষ্টিয়া-৩ (সদর) ১৩৪ কেন্দ্রের সব কয়টির প্রাপ্ত ফলাফল আওয়ামী লীগ সমর্র্থিত নৌকা প্রতীকে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ২ লক্ষ ৯৬ হাজার ৫ শ ৯২ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দী বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকে জাকির হোসেন সরকার পেয়েছেন ১৪ হাজর ৩ শ ৭৯ ভোট।

আসনটিতে মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৭২ হাজার ৬৩৬। এর মধ্যে পুরুষ ১ লক্ষ ৮৩ হাজার ৮৯১ জন, আর মহিলা ১ লক্ষ ৮৮ হাজার ৭৪৫ জন।

কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) ১৪৭ কেন্দ্রের সব কয়টির প্রাপ্ত ফলাফল বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকে সেলিম আলতাফ জর্জ ২ লাখ ৭৮ হাজার ৮ শ ৬৪ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দী বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকে সৈয়দ মেহেদী আহমেদ রুমী পেয়েছেন ১২ হাজার ৩ শ ১৯ ভোট।
আসনটিতে মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৫০ হাজার ৮৬৭। এর মধ্যে পুরুষ ১ লক্ষ ৭৬ হাজার ৬২৮ জন, আর মহিলা ১ লক্ষ ৭৪ হাজার ২৩৯ জন।

জেলার ৭ লক্ষ ২৬ হাজার ৪শ ৮২ জন পুরুষ এবং ৭ লক্ষ ৩০ হাজার ৫শ ৮৩ জন মহিলাসহ মোট ১৪ লক্ষ ৫৭ হাজার ৬৫জন ভোটারের ভোট গ্রহনের জন্য ৫ শ ৬৫ টি কেন্দ্রের ২ হাজার ৯ শ ৯৫ টি কক্ষে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো: আসলাম হোসেন জানান, রবিবার সকাল ৮টা থেকে বিরতিহীন বিকেল ৪টা পর্যন্ত ভোটারদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠানে জেলার ৪টি সংসদীয় আসন এলাকার ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং কর্মকর্তাদের সাথে ৬ হাজার ৭ শ ৮০ জন আনসার সদস্য/সদস্যা, ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১২জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ১হাজার ৬শ ৪৮জন পুলিশ সদস্য/সদস্যা, ১ শ ১৩ জন র‌্যাব সদস্য, ৫ শ ৫০ বিজিবি সদস্য এবং ৬ শ ৭০ সেনা সদস্য দায়িত্ব পালন করেন।

(কেকে/এসপি/ডিসেম্বর ৩০, ২০১৮)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test