E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হুইল চেয়ারে বসে গিয়ে নৌকায় ভোট দেন প্রবীন আ.লীগ নেতা আলী আহমদ ভূঞা

২০১৮ ডিসেম্বর ৩০ ২২:৩৫:২৮
হুইল চেয়ারে বসে গিয়ে নৌকায় ভোট দেন প্রবীন আ.লীগ নেতা আলী আহমদ ভূঞা

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : বয়স ১শ’র কাছাকাছি। নাম আলী আহমদ ভূঞা। নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের মগড়াইল গ্রামে তার জন্ম। গড়াডোবা ইউনিয়ন আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করেন দীর্ঘদিন। প্রাক্তন গণপরিষদ সদস্য প্রয়াত হাদিস উদ্দীন চৌধুরী যখন কেন্দুয়া থানা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি তখন থেকেই তিনি আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। 

তিনি জানান, থানা কমিটির সহ-সভাপতির দায়িত্বও পালন করেন দীর্ঘদিন। বয়সের ভারে নুইয়ে পড়েছেন, পা দুটি অচল, তবুও রবিবার দুপুরে ছেলের সহায়তায় হুইল চেয়ারে বসে বাশাটি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে যান নৌকায় ভোট দিতে। ভোট দিয়ে বাড়ি ফেরার পথে দেখা হয় প্রবীন আওয়ামীলীগ নেতার সঙ্গে।

প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, আমাদের পরিবারের সবাই আওয়ামীলীগ করি। তিনি জানান তার ৫ ছেলে ও ৩ কণ্যার মধ্যে সবাই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। সকলেই প্রতিষ্ঠিত। তার ছোট ভাই শাহজাহান আহমেদ ভূঞা বর্তমান গড়াডোবা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি।

আলী আহমদ ভূঞা বলেন, বঙ্গবন্ধু ও নৌকা প্রতীক দেশের স্বাধীনতা এনেছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এনে দিয়েছেন দেশের উন্নয়ন। চারিদিকে নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে কেন?

জানতে চাইলে তিনি বলেন, শেখ হাসিনা দেশের মানুষের জন্য দেশের জন্য ভালো কাজ করছেন। এজন্যই মানুষ নৌকায় ভোট দেবে। তিনি বলেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করতে চাই। তাছাড়া আমাদের বাড়ির পাশেই একটি ব্রীজ আছে, এই ব্রীজটি আমাদের জমির ওপর (বর্তমানে রাস্তা)। এটি আমার নামে নামাকরণ করার জন্য অনুরোধ করি।

তিনি বলেন, শেখ হাসিনার ভাল কাজের জন্য কেন্দুয়ার সব কেন্দ্রেই নৌকা পাস করবে। নৌকা মার্কার প্রার্থী বিজয়ী হলে এলাকার রাস্তাঘাট পাকা হবে। প্রবীন এই আওয়ামীলীগ নেতা বলেন, এবার নৌকা প্রার্থী অসীম কুমার উকিল অনেক বড় নেতা। তিনি এম.পিও হবেন এমনকি স্বাধীনতার পরবর্তী সময় কেন্দুয়ায় প্রথমবারের মতো মন্ত্রীও হবেন। এ দোয়া আমি করি, সেই সঙ্গে প্রধানমন্ত্রীর কাছেও অনুরোধ রাখি।

(এসবি/এসপি/ডিসেম্বর ৩০, ২০১৮)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test