E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সান্দিকোনা থেকে সংসদে যাত্রা অসীম উকিলের

২০১৮ ডিসেম্বর ৩০ ২২:৪৪:০২
সান্দিকোনা থেকে সংসদে যাত্রা অসীম উকিলের

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের, সান্দিকোনা গ্রামের ঐতিহ্যবাহী উকিলবাড়ির কৃতিসন্তান অসীম কুমার উকিল। সান্দিকোনা প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া শেষ করে কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজে এবং পরবর্তি সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সময় জয়বাংলা স্লোগান কন্ঠে ধারন করে ছাত্রলীগের রাজনীতি শুরু করেন। এর পর ধাপে ধাপে এগিয়ে যান, সামনের দিকে।

১৯৯০ সালে তিনি যখন বাংলাদেশ ছাত্রলীগের সাধারন সম্পাদক তখন তার নেতৃত্বে চলে এরশাদ বিরোধী গণ আন্দোলন। এই আন্দোলনে শতভাগ সফল অসীম কুমার উকিল সান্দিকোনার উকিল বাড়ির অসীম উকিল থেকে সারা বাংলাদেশের অসীম উকিলের পরিচিতি লাভ করেন। এর পর বাংলাদেশ আওয়ামীলীগের পর পর দুই বার উপ-প্রচার সম্পাদক ও বর্তমানে বাংলাদেশ আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তার রাজনীতির পাশাপাশি তার স্ত্রী বাংলাদেশ যুব মহিলালীগের সাধারন সম্পাদক সাবেক এম.পি অধ্যাপক অপু উকিল তাকে খুব কাছে থেকে গণরাজনীতির কাজে অকৃপন সহযোগিতা করে আসছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক পেতে ২-৩ বছর আগে থেকেই স্বামী-স্ত্রী দুজনে মিলে নির্বাচনী এলাকার মাঠ চষে বেড়ান।

দুজনের গণসংযোগ পথসভা ও উঠান বৈঠকের ফলে এলাকায় নৌকার গণজোয়ার সৃষ্টি হয়। সার্বিক বিবেচনায় বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনা অসীম উকিলের হাতেই তীব্র প্রতিযোগিতার মধ্যে নৌকা প্রতীক তুলে দেন। নৌকা প্রতীক নিয়ে এসে অসীম উকিল ও তার স্ত্রী অপু উকিল নির্বাচনী এলাকায় অন্তত দেড় শতাধিক পথসভা উঠান বৈঠক করেন। পাশাপাশি কেন্দুয়া ও আটপাড়া উপজেলায় দুটি বিশাল জনসভায় দুহাত বাড়িয়ে নৌকা মার্কায় ভোট চান।

দুটি জনসভায় অসীম কুমার উকিল ও অপু উকিল এক মঞ্চে দাড়িয়ে বলেন, আপনারা নৌকা মার্কায় অসীম উকিলকে একটি ভোট দিন আমরা স্বামী স্ত্রী দুজনে মিলে চার হাতে আপনাদের সব উন্নয়ন করব এবং করতেও পারব। দুজনের এ আহবানে এলাকার নেতাকর্মী ও ভোটাররা দারুনভাবে উজ্জ্বীবিত হয়।

অপর দিকে বি.এন.পির প্রার্থী রফিকুল ইসলাম হিলালী নির্বাচনে এসে, একদিনের জন্যও কোন গণসংযোগ পথসভা করেননি। উল্টো আওয়ামীলীগের প্রতিবাদ মিছিলে বাসার ছাঁদের ওপর বসে কয়েক রাউন্ড গুলি ছুড়ার ঘটনায় এক দিকে আওয়ামীলীগ নেতাকর্মীরা যেমন প্রতিবাদী হয় তেমনি প্রত্যাখ্যান করে নিজ দলের নেতাকর্মীরাও। আর এ সুযোগে দলমতের উর্ধ্বে থেকে সকলেই নৌকা মার্কায় ভোট দেওয়ায় নির্বাচনী এলাকায় কেন্দুয়া উপজেলার ৯১টি এবং আটপাড়া উপজেলার ৫৩ টি কেন্দ্রেই নৌকা মার্কার প্রার্থী অসীম কুমার উকিল জয় লাভ করেন।

আর এ জয় লাভের মধ্য দিয়েই সান্দিকোনার অসীম উকিল সংসদে যাত্রা শুরু করেছেন। রোববার রাতে দলীয় নেতাকর্মী ও সমর্থক সবার মুখে মুখে ফিরছে একটি কথা যথার্থ মূল্যায়ন করেছে দল ও দলের নেতাকর্মীরা। দীর্ঘ ৩৫ বছরের রাজনৈতিক জীবনের ফসল আজ সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া।

(এসবি/এসপি/ডিসেম্বর ৩০, ২০১৮)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test