E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টাঙ্গাইলের ৮টি আসনেই আ.লীগ প্রার্থীর জয়

২০১৮ ডিসেম্বর ৩১ ১৪:৫৪:১৬
টাঙ্গাইলের ৮টি আসনেই আ.লীগ প্রার্থীর জয়

রঞ্জন কৃষ্ণ পন্ডিত, টাঙ্গাইল : টাঙ্গাইলের ৮টি আসনেই আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এতে বিএনপি’র কোন প্রার্থীই জয়লাভ করতে পারেনি। রবিবার রাত সাড়ে ১০টার দিকে জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করা হয়।

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে ১৩৯টি কেন্দ্র। আওয়ামী লীগের প্রার্থী ড. আব্দুর রাজ্জাক ২ লাখ ৮০ হাজার ২শ’ ৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম বিএনপি’র প্রার্থী (ধানের শীষ) সরকার শহিদ পান ১৬ হাজার ৪শ’ ৪০ ভোট।

টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে ১৩২টি কেন্দ্র। আওয়ামী লীগের প্রার্থী তানভীর হাসান ছোট মনির ২ লাখ ৯৯ হাজার ৯৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম বিএনপি’র প্রার্থী (ধানের শীষ) সুলতাল সালাউদ্দিন টুকু পান ৯ হাজার ৮৮৯ ভোট।

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) মোট ভোট কেন্দ্র ১১৯। আওয়ামী লীগ প্রার্থী (নৌকা) আতাউর রহমান খান ২ লাখ ৪২ হাজার ৪শ’৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র প্রার্থী (ধানের শীষ) লুৎফর রহমান খান আজাদ পান ৯ হাজার ১২২ ভোট।

টাঙ্গাইল-৪ (কালিহাতী) মোট ভোট কেন্দ্র ১০৮। আওয়ামী লীগ প্রার্থী (নৌকা) হাছান ইমাম খান সোহেল হাজারী ২ লাখ ২৪ হাজার ১২ টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের কৃষক শ্রমিক জনতা লীগ (ধানের শীষ) ইঞ্জিনিয়ার লিয়াকত আলী পান ৩৪ হাজার ৩৮৮ ভোট।

টাঙ্গাইল-৫ (সদর) মোট ভোট কেন্দ্র ১২৭। আওয়ামী লীগ (নৌকা) প্রার্থী ছানোয়ার হোসেন ১ লাখ ৪৯ হাজার ৩শ’ ৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি মনোনীত প্রার্থী (ধানের শীষ) মেজর জেনারেল (অব:) মাহমুদুল হাসান পেয়েছেন ৭৮ হাজার ৯৯২ ভোট।

টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) মোট ভোট কেন্দ্র ১৪১। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী আহসানুল ইসলাম টিটু ২ লাখ ৮০ হাজার ২২৭ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী (ধানের শীষ) গৌতম চক্রবর্তী পেয়েছেন ৪৪ হাজার ৫৫৯ ভোট।

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) মোট ভোট কেন্দ্র ১১৩ টি। আওয়ামী লীগ প্রার্থী (নৌকা) একাব্বর হোসেন ১ লাখ ৬৪ হাজার ৫শ’৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র প্রার্থী (ধানের শীষ) আবুল কালাম আজাদ সিদ্দিকী ৮৭ হাজার পান ৯৪৯ ভোট।

টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) মোট ভোট কেন্দ্র ১২২ টি। আওয়ামী লীগ প্রার্থী (নৌকা) জোয়াহেরুল ইসলাম জোয়াহের ২ লাখ ৭ হাজার ৬শ’৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম ঐক্যফ্রন্টের কৃষক শ্রমিক জনতা লীগ (ধানের শীষ) কুঁড়ি সিদ্দিকী পান ৭১ হাজার ১৪৪ ভোট।

(আরকেপি/এসপি/ডিসেম্বর ৩১, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test