E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চতুর্থ বার এমপি হলেন আবুল হাসানাত, জামানাত হারিয়েছেন অপর তিন প্রার্থী

২০১৮ ডিসেম্বর ৩১ ১৫:২৯:২৯
চতুর্থ বার এমপি হলেন আবুল হাসানাত, জামানাত হারিয়েছেন অপর তিন প্রার্থী

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : চতুর্থ বারের মত আওয়ামীলীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হলেন আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ। 

৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনে পুণরায় নির্বাচিত হয়ে চতুর্থ বারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সাবেক মন্ত্রী শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের সুযোগ্য সন্তান, জাতির পিতার ভাগ্নে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির চেয়ারম্যান, মন্ত্রী পদ মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি পরিবীক্ষণ ও বাস্তবায়ন কমিটির আহ্বায়ক, সাবেক চীপ হুইফ, বরিশাল জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ।

গৌরনদী ও আগৈলঝাড়া নিয়ে গঠিত বরিশাল-১ আসনে তিনি নৌকা মার্কায় ২লাখ ৫হাজার ৫শ ২ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী রাসেল সরদার হাতপাখা প্রতীকে পেয়েছেন ১হাজার ৪শ ১৫ভোট।

বরিশালসহ গোটা দক্ষিনাঞ্চলে উন্নয়নের রুপকার হিসেবে পরিচিত হেভী ওয়েট প্রার্থী আবুল হাসানাত আবদুল্লাহ’র সাথে প্রতিদ্বন্দিতা করে জামানত হারিয়েছেন অপর তিন প্রতিদ্বন্দি প্রার্থী।

জামানত হারানোরা হলেন, বিএনপি’র সাবেক এমপি ধানের শীষের প্রার্থী জহির উদ্দিন স্বপন (১৩০৫), ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকের প্রার্থী রাসেল সরদার (১৪১৫), জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকের প্রার্থী বাদশা মিয়া ওরফে মুন্সি (৫১৬)। বরিশাল-১ আসনে মোট ভোটার ছিল ২লাখ ৫৭হাজার ২২০জন।

একাদশ সংসদ নির্বাচনে আবুল হাসানাত আবদুল্লাহ এই আসনে আওয়ামীলীগের একক মনোনয়ন প্রার্থী ছিলেন। দশম সংসদ নির্বাচনে আবুল হাসানাত আবদুল্লাহ বিনা প্রতিদ্বন্দিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এর আগে১৯৯১ ও ১৯৯৬ সালে তিনি এমপি নির্বাচিত হন।

(টিবি/এসপি/ডিসেম্বর ৩১, ২০১৮)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test