E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আ.লীগের বিজয়কে জনগণকে উৎসর্গ করলেন আবুল হাসানাত

২০১৮ ডিসেম্বর ৩১ ১৭:৩৭:১৬
আ.লীগের বিজয়কে জনগণকে উৎসর্গ করলেন আবুল হাসানাত

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বিজয়ের মাসে স্বাধীনতা বিরোধীদের প্রত্যাখ্যান করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের অগ্রযাত্রায় অংশ নিয়ে ভোটের মাধ্যমে আরেকটি ঐতিহাসিক বিজয়কে সকল জনগনের উদ্দ্যেশ্যে উৎসর্গ করলেন জাতির পিতার ভাগ্নে, সাবেক মন্ত্রী শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের সুযোগ্য সন্তান, জাতির পিতার ভাগ্নে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির চেয়ারম্যান, মন্ত্রী পদ মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি পরিবীক্ষণ ও বাস্তবায়ন কমিটির আহ্বায়ক, সাবেক চীপ হুইফ, বরিশাল জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ -এমপি। 

রবিবার রাতে আগৈলঝাড়া সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাসের নির্বাচনী ফলাফল সংগ্রহ ও পরিবেশন সভায় উপস্থিত হয়ে এসব কথা বলেন।

এমপি হাসানাত দেশের উন্নয়নে জাতির পিতার তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অব্যাহত উন্নয়নের ধারা বজায় রাখতে সকলের সহেযোগীতা কামনা করেন। তিনি বলেন, বিজয়ের মাসে দেশের জন্য জনতার এই রায়কে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করে তিনি সকল জনগন, সরকারী কর্মকর্তা, দলীয় নেতা কর্মী, মিডিয়া কর্মী, নির্বাচনী কাজে নিয়োজিত সকল আইন শৃংখলা বাহিনীর সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তাঁর এই বিজয়কে তিনি সকল জনতার উদ্যেশ্যে উৎসর্গ করেন। এসময় সহকারী রিটার্নিং কর্মকর্তা বিপুল চন্দ্র দাসের কাছ থেকে তাঁর বিজয়ের ফলাফল গ্রহন করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের এমপি ও জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার ইউনুস, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা বলরাম পোদ্দার, জেলা আওয়ামীলীগ নেতা সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, উপজেলা আওয়ামীলীগের নির্বাচনী আহ্বায়ক আব্দুর রইচ সেরনিয়াবাত, সচিব ও উপজেলা আওয়ামীলীগ সমন্বয়ক আবু সালেহ লিটন, উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, গৌরনদী পৌর মেয়র হারিছুর রহমান হারিছ, জেলা পরিষদ সদস্য এ্যাডভোকেট রনজিত কুমার সমদ্দার, আওয়ামীলীগ নেতা রুস্তুম সেরনিয়াবাত, থনা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন, মন্ত্রীর একান্ত সচিব খায়রুল বাশারসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, সাংবাদিক ও নেতা কর্মীরা।

বরিশাল-১ আসনে পুণরায় নির্বাচিত হয়ে চতুর্থ বারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আবুল হাসানাত আবদুল্লাহ। তার সাথে প্রতিদ্বন্দী অপর তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। আবূর হাসানাত আবদুল্লাহ ২ লাখ ৪ হাজার ৮৭ ভোট বেশী পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

(টিবি/এসপি/ডিসেম্বর ৩১, ২০১৮)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test