E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

মির্জাগঞ্জে বই উৎসব 

২০১৯ জানুয়ারি ০১ ১৬:৩৮:৩২
মির্জাগঞ্জে বই উৎসব 

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বিনামূল্যে পাঠ্যেপুস্তক বিতরনের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে উপজেলার সুবিদখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে বই উৎসবের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী। 

সুবিদখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ জসিম উদ্দীন সবুজ মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশেষ অতিথি বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল জাকি, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার উত্তম কুমার কুন্ডু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী সাইফুদ্দীন ওয়ালিদ, একাডেমিক সুপারভাইজার মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা সহকারি শিক্ষা অফিসার জিন্নাত জাহান, প্রধান শিক্ষক কাজী মোঃ মনিরুজ্জামান ও সাংবাদিক উত্তম গোলদার প্রমুখ।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছরের শুরুতে উপজেলার ১৪২টি প্রাথমিক বিদ্যালয়ে ১২ হাজার ৬৭০ জন শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে।

তার মধ্যে বালক ৫ হাজার ৬৯০ জন ও বালিকা ৬ হাজার ৯৮০জন শিক্ষার্থী এবং মাধ্যমিক অফিস সূত্রে জানা যায়, উপজেলায় মাধ্যমিক, দাখিল ও ইবতেদায়ীতে ১৬ হাজার ৩০০জন শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে বই বিতরন করা হয়।

তারমধ্যে মাধ্যমিক স্তরে ৯ হাজার ২০০জন, দাখিলে ৩ হাজার ৮০০ জন, ভোকেশনাল ৩০০জন ও ইবতেদায়ী শিক্ষার্থীদের মধ্যে ৩ হাজার জনের মধ্যে বই বিতরন করা হয়। মাধ্যমিকে বইয়ের সংখ্যা ২ লক্ষ ১৬ হাজার ৭১০টি।

(ইউজি/এসপি/জানুয়ারি ০১, ২০১৯)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test