E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

টাঙ্গাইলে পাঠ্যপুস্তক উৎসব 

২০১৯ জানুয়ারি ০১ ১৭:২৯:৪৮
টাঙ্গাইলে পাঠ্যপুস্তক উৎসব 

রঞ্জন কৃষ্ণ পন্ডিত, টাঙ্গাইল : টাঙ্গাইলে জাতীয় পাঠ্যপুস্তক উৎসব উদযাপিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর আসনের এমপি ছানোয়ার হোসেন। 

এ সময় আলোচনায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আহাদুজ্জামান মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) মো.সেলিম আহমেদ, জেলা শিক্ষা কর্মকর্তা লায়লা খানম, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট খোরশেদ আলম, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক আলমগীর। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনন্দ মোহন দে, পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল কাদের প্রমুখ উপস্থিত ছিলেন।

টাঙ্গাইল জেলায় ৪ লক্ষ ৪৪ হাজার ৩৮৩ প্রাইমারি শিক্ষার্থীদের মাঝে ২১ লক্ষ ১৬ হাজার ২৪২ টি বই ও ৪ লক্ষ ৪১ হাজার ৪৮৩ মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে ৫৯ লক্ষ ৫৯ হাজার ২৫৯ টি বই বিতরণ করা হয়।

(আরকেপি/এসপি/জানুয়ারি ০১, ২০১৯)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test