E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

নতুন বই পেয়ে ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের বাঁধভাঙা উচ্ছ্বাস

২০১৯ জানুয়ারি ০১ ১৭:৫৪:৩৬
নতুন বই পেয়ে ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের বাঁধভাঙা উচ্ছ্বাস

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ঈশ্বরগঞ্জে নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনেই প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে বাঁধ ভাঙ্গা আনন্দে আত্মহারা হয়ে পড়ে। নতুন বই সংগ্রহ করতে শিক্ষার্থীদের সাথে অভিভাবকরাও শিক্ষা প্রতিষ্ঠানে ভিড় জমান ।

শিশুরা যেমন খুশি, তেমনি অভিভাবকরাও সন্তানের হাতে বই দেখে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মঙ্গলবার চরনিখলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলার প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে রুমানা তুয়া।

এবার উপজেলার ১৮৬ টি প্রাথমিক বিদ্যালয়ে ৬৬ হাজার ৩শ শিক্ষার্থীর মাঝে বরাদ্দকৃত ৩ লক্ষ ২৩ হাজার ১শ বইয়ের মধ্যে ২ লক্ষ ৯০ হাজার পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। অবশিষ্ট পাঠ্যপুস্তক দু-একদিনের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করা হবে বলে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আনারকলি নাজনীন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু সিদ্দিক, রেজাউল করিম, সাজ্জাদ হোসেন তালুকদার, আতিকুর রহমান প্রমুখ।

(এনআইএম/এসপি/জানুয়ারি ০১, ২০১৯)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test