E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অসীম উকিলকে মন্ত্রী হিসেবে চাই

২০১৯ জানুয়ারি ০১ ২২:২৪:৫০
অসীম উকিলকে মন্ত্রী হিসেবে চাই

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : নেত্রকোনার ৫টি আসনের মধ্যে ৫টি আসনেই আওয়ামীলীগের প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে এম.পি নির্বাচিত হয়েছেন। এর মধ্যে নেত্রকোনা- ৩ আসনে বাংলাদেশ আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক অসীম কুমার উকিল ধানের শীষের প্রার্থীর চেয়ে সর্বোচ্চ ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন। 

অসীম কুমার উকিল নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ২ লাখ ৭০ হাজার ১৪৪ ভোট এবং বি.এন.পির প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে রফিকুল ইসলাম হিলালী পেয়েছেন ৭ হাজার ২শ ২০ ভোট। এদিকে ১৫৭ নেত্রকোনা-১ আসনে নৌকা প্রতীক নিয়ে মানু মজুমদার পেয়েছেন ২ লাখ ৪৯ হাজার ১৭৭ ভোট এবং বি.এন.পির ব্যারিষ্টার কায়সার কামাল ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১৭ হাজার ৬ শ ৫২ ভোট। ১৫৮ নেত্রকোনা-২ আসনে নৌকা প্রতীক নিয়ে বাংলাদেশ আওয়ামীলীগ নেত্রকোনা জেলা শাখার সাধারন সম্পাদক আশরাফ আলী খান খসরু পেয়েছেন ২ লাখ ৮৩ হাজার ১৮০ ভোট বি.এন.পির নেত্রকোনা জেলার সাধারন সম্পাদক ধানের শীষ প্রতীক নিয়ে মো: আনোয়ারুল হক পেয়েছেন ৩০ হাজার ৩ শ ৭০ ভোট।

অপরদিকে ১৬০ নেত্রকোনা-৪ আসনে বাংলাদেশ আওয়ামীলীগের রেবেকা মমিন নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ২ লাখ ৪৪ হাজার ৪৩ ভোট এবং বি.এন.পির প্রার্থী তাহমিনা জামান ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৩৮ হাজার ১ শ ৮১ ভোট। ১৬১ নেত্রকোনা-৫ আসনে বাংলাদেশ আওয়ামীলীগের ওয়ারেসাত হোসেন বেলাল নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৪৭১ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দী বি.এন.পির মো: আবু তাহের তালুকদার ধানের শীষ প্রতীক নিয়ে ১৫ হাজার ৬ শ ৩৮ ভোট পেয়েছেন।

কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: নূরুল ইসলাম ও আটপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী খায়রুল ইসলাম দাবী করে বলেন, ময়মনসিংহ বিভাগের মধ্যে বাংলাদেশ আওয়ামীলীগের সম্পাদক মন্ডলীর সদস্য হিসেবে অসীম কুমার উকিল নৌকা প্রতীক নিয়ে ধানের শীষ প্রতীকের চেয়ে ২ লাখ ৬২ হাজার ৯২৪ ভোট বেশি পেয়ে সর্বোচ্চ ভোটের ব্যবধানে এম.পি নির্বাচিত হয়েছেন।

তারা বলেন, এ অবহেলিত অঞ্চলের হাজার হাজার দলীয় নেতাকর্মী ও সমর্থকরা বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনার নিকট জোর দাবী তুলছেন, অসীম উকিলকে মন্ত্রী পরিষদের সদস্য অর্ন্তভূক্ত করে অবহেলিত এলাকাকে উন্নয়নের মহাসড়কে যুক্ত করার।

(এসবি/এসপি/জানুয়ারি ০১, ২০১৯)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test