E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

কেন্দুয়ায় বই উৎসবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিলেন ইউএনও

২০১৯ জানুয়ারি ০১ ২২:২৬:৫২
কেন্দুয়ায় বই উৎসবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিলেন ইউএনও

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : ইংরেজি নববর্ষের প্রথম দিন বই উৎসবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিলেন কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল-ইমরান রুহুল ইসলাম। 

সকাল সাড়ে ১১ টায় ঐতিহ্যবাহী কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত বই উৎসবে সভাপতিত্ব করেন, জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো: মোতাহার হোসেন।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীল আলম ভূঞার পরিচালনায় এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: মোফাজ্জল হোসেন ভূঞা, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা রোজি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা।

শিক্ষার্থীরা বছরের প্রথম দিন নতুন বই হাতে পেয়ে আনন্দে আত্মহারা। তারা বছরের প্রথম দিন নতুন বই হাতে পাওয়ার জন্য বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।

এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী প্রধান শিক্ষক রুকন উদ্দিন খান, একাডেমিক সুপার ভাইজার শামিমা আক্তার, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো: মহিউদ্দীন সরকার প্রমুখ।

(এসবি/এসপি/জানুয়ারি ০১, ২০১৮)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test