E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাপাসিয়ায় বই উৎসবে সিমিন হোসেন রিমি

২০১৯ জানুয়ারি ০১ ২২:২৮:২৫
কাপাসিয়ায় বই উৎসবে সিমিন হোসেন রিমি

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : একজন আদর্শ শিক্ষকের কাজ হলো বই পড়ার প্রতি শিক্ষার্থীদের মনে আগ্রহ তৈরী করা। অজানাকে জানার জন্য তাদের মনে কৌতুহল জাগিয়ে তোলাই শিক্ষকের মূল কাজ। আমাদের সকল শিক্ষককে এ মহান পেশার প্রতি শ্রদ্ধাশীল হয়ে জিপিএ ৫ এর প্রতি গুরুত্ব না দিয়ে আদর্শ নাগরিক তৈরীর প্রতি মনোযোগ দিতে হবে।

আমাদের বই পড়ার প্রতিযোগিতা বাড়িয়ে জ্ঞান ভিত্তিক সমাজ নির্মাণের প্রতি গুরুত্ব দিতে হবে। শিক্ষার বিপ্লব ঘটিয়ে সকলে মিলে মিশে আদর্শ কাপাসিয়া গড়তে এগিয়ে আসতে হবে। গতকাল দুপুরে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নিলীমা রায়হানার সভাপতিত্বে বই উৎসবে প্রধান অতিথির বক্তব্যে সিমিন হোসেন রিমি এসব কথা বলেন।

এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রেজাউর রহমান লস্কর মিঠু, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রকিব হাসান, উপজেলা শিক্ষা অফিসার মাহবুবুর রহমান, উপজেলা যুবলীগ সভাপতি মাহবুব উদ্দিন আহম্মেদ সেলিম, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন প্রধান, জলা ছাত্রলীগ সভাপতি দেলোয়ার হোসেন শাওন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল কাইয়ুম ভূইয়া প্রমূখ ।

এছাড়া উপজেলার ১৭৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১০৬টি কিন্ডারগার্টেন স্কুল, ৭২টি মাধ্যমিক বিদ্যালয় ও ৬৭ টি মাদরাসায় উৎসব মূখর পরিবেশে বই উৎসব পালিত হয়েছে।

(এসকেডি/এসপি/জানুয়ারি ০১, ২০১৯)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test